![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৮.০৯.২০১৪
আজিমপুর থেকে বাসে উঠলাম। গন্তব্য বনানী। বাস কলাবাগান আসার পর পেছন থেকে একই লাইনের আরেকটা বাস আমাদেরটাকে ওভারটেক করে যেতে চাইল। কিন্তু আমাদেরটার ড্রাইভার কিছুতেই সাইড দিবে না ওটাকে। বেটা ত্যাঁদড় টাইপ দেখতেই বুঝা যায়। তবে এক পর্যায়ে সুযোগ বুঝে পেছনের বাসটা যেইনা আমাদেরটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই আমাদেরটার ড্রাইভার চাপ দিয়ে ওটাকে আটকে দিতে গেল। রাখতে তো পাড়লই না, মাঝখান থেকে ধাক্কা লেগে জানালার কাঁচ ভেঙ্গে গিয়ে আঘাত করল এক আপার মুখে যিনি কিনা ঐ জানালার পাশে বসেছিলেন। 'এই ড্রাইভার, কেমনে গাড়ি চালাও'- একসাথে বলে উঠল কয়েক জন। ড্রাইভারও পাল্টা ধমকে উঠল। 'সবাই চুপ। কেই একটা কথা কইবেন না।'
এই জগতে সবাই খালি চুপ থাকতে বলে। যতই ত্যাঁদড়ামী করুক চুপ থাকতে হবে। আকাম কুকাম করবে। সামনে থেকে দেখেও কথা বলা যাবে না। এই কথা বলার অপরাধেই মালালাকে মেরে ফেলতে চাইছিল আফগান তালেবানরা। তালেবান জাতীয় লোক সারা পৃথিবীতেই আছে। এরা কথা বললে বেজার যেমন 'বিলাই বেজার গরম ভাতে।'
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই। আমি ভাল আছি । আপনার খবর কি ?
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
এম এ কাশেম বলেছেন: হামিদ ভাই কেমন আছেন?
শুভ কামনা।