নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

বিয়েতে খরচ যত বেশি বিয়ে বিচ্ছেদের হারও তত বেশি

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪


গত ০৩ অক্টোবর ২০১৪ বিয়ের খরচ নিয়ে একটি চমকপ্রদ গবেষণা রিপোর্ট প্রকাশ করে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দি ওয়াল স্ট্রীট জার্নাল। নতুন এই গবেষণার ফলাফলে দেখা যায় ব্যয়বহুল বিয়ে আর সফল বিয়ের মাঝে কোনো ইতিবাচক সম্পর্ক নেই। ফলাফল বরঞ্চ উল্টো। এই গবেষণার ফলাফলে দেখা গেছে বিয়েতে যত বেশি খরচ করা হয়েছে সে অনুপাতে বিচ্ছেদের হারও বেড়েছে।

মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যাদের বিয়েতে বিশ হাজার বা তার বেশি ডলার খরচ হয়েছে তাদের বিয়ে ভাঙ্গার হার যাদের বিয়েতে এর চেয়ে কম খরচ করা হয়েছে তাদের তুলনায় শতকরা ষাট ভাগ বেশি ।

আর পুরুষের ক্ষেত্রে দেখা গেছে যারা বিয়েতে দুই থেকে চার হাজার ডলার খরচ করেছে তাদের বিয়ে ভাঙ্গার হার তাদের চেয়ে শতকরা ত্রিশ ভাগ বেশি যারা খরচ পাঁচ শ থেকে দুই হাজার ডলারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০

জাফরুল মবীন বলেছেন: হামিদ ভাই একি শুনালেন!খুবই চমকপ্রদ তথ্য!

দি ওয়াল স্ট্রীট জার্নাল এর লিংকটা পোস্টে সংযুক্ত করে দিতে পারেন। :)

আশা করি ঈদ পরবর্তী সময় আনন্দেই কাটাচ্ছেন।

অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫

হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জাফর ভাই। সময় ভালই কাটছে ঈদের পর। আপনি কেমন আছেন?

২| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

মুদ্‌দাকির বলেছেন:

আসলেই বিয়েতে কম খরচ হওয়া উচিৎ !! ঈদ মুবারাক

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ আপনকে

ঈদ মোবারক

৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: :-B :-B :-B :-B

ভালো থাকবেন :)

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে

ঈদ মোবারক

৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জাফরুল মবীন বলেছেন: হ্যাঁ ভাই হামিদ আমি আল্লাহর রহমতে ভালই আছি :)

৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪

বশর সিদ্দিকী বলেছেন: খাটের উপর বইসা বিয়া কইরা ফেলামু। এত খরচ পাতি করার টাইম নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.