![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটির ইচ্ছে ছিল ট্রেনটিকে কেবল আমহার্স্ট পর্য্ন্তই নিয়ে যাবে। কিন্তু গাড়ির ঝমাঝম শব্দ আর জানালায় ক্রমশ বদলাতে থাকা দৃশ্যাবলী মেয়েটিকে সম্মোহিত করে ফেলল। গাড়িতেই বসে থাকল সে। দিন যায়। গ্রীষ্মের সবুজ পাতা শুকনো মচমচে হয়ে সোনালী রং ধরেছে। কিছু রাত যায় আকা্শ ভরা তারা। কিছু রাত কেবলই হিম শীতল। চলার পথে যখনই সে কোনো শহর অতিক্রম করত প্রতিটি শহর সম্পর্কেই বলত, “একদম না, একদম মনের মত না।”
ছয় ডলারে বিয়ার কিনতে গিয়ে পকেট ইতোমধ্যে খালি। পরিত্যক্ত বাদামী ব্যাগে হাতরে ফিরে ছাতাপড়া চিপস। মাঝে মাঝে আমহার্স্ট এর ভাবনাও মাথায় আসে তবে নাম মনে নেই। এক পর্যায়ে কোনো না কোনোভাবে ট্রেনটি একটি অজানা অচেনা লাইনের উপর দাঁড়াল। পেছনে যাবার উপায় নেই। সামনে কবেলই সামনের দিকে টেনে নেওয়া।
নোট: এটি ইংরেজী এক শ শব্দে লিখিত একটি গল্প। প্রকাশিত হয়েছে বিখাত Reader’s digest ম্যগাজিন এর অক্টোবর 2014 সংখ্যায়। লেখকের নাম বৃয়ান স্ট্যাভলি (Brian Staveley)
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ..............
২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
মামুন রশিদ বলেছেন: গল্পটা বেশ জটিল । অনুবাদ চলতে থাকুক ।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬
হামিদ আহসান বলেছেন: আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন ................
৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩০
আরজু মুন জারিন বলেছেন: ফেসবুক এ আগে পড়েছি হামিদ ভাই। অসাধারণ গল্প। এখন আবার পড়ব। আপনি ভাল আছেন তো ?
অনেক শুভেচ্ছা /ভালবাসা রইল। ভাল থাকবেন কেমন।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮
হামিদ আহসান বলেছেন: আমি ভাল আছি । আপনার কি খবর ?
শুভেচ্ছা জানবেন ........................
৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৮
জাফরুল মবীন বলেছেন: একটি মেয়ের জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি এবং স্বেচ্ছাচারিতা ও অদৃশ্যের খেলার চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে খুব অল্প কথায়।
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯
হামিদ আহসান বলেছেন: সুন্দর বলেছেন জাফর ভাই। অনেক ধন্যবাদ ................
৫| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
মাহমুদ০০৭ বলেছেন: গল্পে ভাল লাগা । মবিন ভাইয়ের সাথে একমত ।
ভাল থাকবেন ।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০১
সুমন কর বলেছেন: অাসলে মবিন ভাইয়ের সাথেই সহমত। ভাল হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭
নাসরিন চৌধুরী বলেছেন: গল্পটি সুন্দর --অনুবাদ ও বেশ। ধন্যবাদ হামিদ ভাই।