|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
যখন ছিলাম ষোড়শী
আমারও ইচ্ছে হত হই কারো প্রেয়সী;
কোনো প্রেমিক পুরুষের কামনার নারী-
ভালবাসার নীড়ে ভালবাসাবাসি।
দেখতে দেখতে এই আমি কাল মেয়ে অষ্টাদশী,
তখনও দেখা মিলে নি সেই প্রাণ-পুরুষের-
যাকে ভালবেসে মরতেও পারি আমি!
অতপর যখন লোকে বলে কুড়ির বুড়ি,
তখন কন্যাদায়গ্রস্ত পিতা খুঁজে পেলেন এক বেকার ছেলে;
আমি বলি এইতো আমার মনের মানুষ-
একেই ভালবেসে মরব আমি!
একে নিঃশ্বাসে নিয়েই বাঁচব আমি!
আমিই হব তার সকল কাজের অণুপ্রেরণা!
কিন্তু বিধির লিখন ছিল অন্যকিছু!
আমি পাথর হয়ে গেছি সেদিন থেকে-
যেদিন পতিদেব আমার বলে উঠল-
এতা ঢং করো কেন ’কালা মাইয়া’?
আয়নায় নিজের চেহারাখান দেখেছ একবার?
আমি তোমাকে বিয়ে করি নি,
বলতে পার আমি বিয়ে করেছি কিছু টাকা!
হে ঈশ্বর!
কেন মায়া দিলে যদি কায়া না দিলে?
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৫
২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩৫
হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা .......
২|  ২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৫১
২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা সত্যি কথা বলি , আপনার গল্পের হাত ভালো , কবিতার শব্দের গাঁথুনি অতোটা যুতসই হয় নি । 
শুভেচ্ছা অনেক  
 
  ২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:২২
২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ১১:২২
হামিদ আহসান বলেছেন: কথা সত্যি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন ভাই আর সাথেই থাকবেন আশা করি...........
৩|  ২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১২:৫২
২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১২:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: 
কথা গুলো সত্যি। কিন্তু পড়ে কবিতা মনে হয়নি। 
  ২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩০
২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩০
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৪|  ২৯ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:১৫
২৯ শে অক্টোবর, ২০১৪  সকাল ৭:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হায়রে! কৃষ্ণকলির স্বপ্ন দেখা আজন্ম নিষিদ্ধ পাপ।
  ২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩২
২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:৩২
হামিদ আহসান বলেছেন: হায়রে! কৃষ্ণকলির স্বপ্ন দেখা আজন্ম নিষিদ্ধ পাপ। +++++++++++
৫|  ৩০ শে অক্টোবর, ২০১৪  সকাল ৯:০৭
৩০ শে অক্টোবর, ২০১৪  সকাল ৯:০৭
আরজু মুন জারিন বলেছেন: যখন ছিলাম ষোড়শী
আমারও ইচ্ছে হত হই কারো প্রেয়সী;
কোনো প্রেমিক পুরুষের কামনার নারী-
ভালবাসার নীড়ে ভালবাসাবাসি।  
   
  
ষোড়শী না ষোড়শ? লোল।আপনার কবিতায় অনেক বিনোদন হল হামিদ ভাই।অনেক অনেক ভাললাগা ভালবাসা কবিতায়।
ভাল থাকবেন কেমন।
  ৩০ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:১৬
৩০ শে অক্টোবর, ২০১৪  রাত ১০:১৬
হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ । অনেক দিন পর দেখা। ভাল থাকা হয় যেন এই কামানা
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫৮
২৮ শে অক্টোবর, ২০১৪  রাত ৯:৫৮
আসাদআমান বলেছেন: ভাল লেগেছে