|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খটখট ঘটঘট, ওররে বাপ্স্
কানে লাগে তালা,
সক্কালবেলা চার দিকেতে
এত্তো কেন জ্বালা! 
রাস্তায় নেমে এত্তো ভেঁপু
পুঁ পুঁ ভুভুজেলা,
এরই মাঝে চলতে পথে
কানটা ঝালাপালা!
এ্যাম্বুল্যান্সটা পথ পায় না
মন্ত্রীর গাড়ি যায়,
গাড়ির ভেতর আবুল ভাই
ইতিউতি চায়।
ঐন্দ্রজালিক ভোজভাজিতে
জাদুর শহর ঢাকা,
কাক ডাকে না কোকিল ডাকে
শুনি কেবল, কা – কা ….
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ৮:৩২
১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ৮:৩২
হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনােক ডি মুন ভাই। ভাল থাকবেন নিরন্তর ..........
২|  ১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ৮:৩৪
১৮ ই নভেম্বর, ২০১৪  রাত ৮:৩৪
 বলেছেন: ++++++  
 
  ১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২১
১৯ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২১
হামিদ আহসান বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:০৬
১৭ ই নভেম্বর, ২০১৪  রাত ১১:০৬
ডি মুন বলেছেন: বাহ, দারুণ মিষ্টি ছড়া।
 
 
 
  
 
ছোটবেলায় এমন ছড়া পড়তাম।
হামিদ ভাই, ছড়া খুব ভালো লেগেছে।
আরো পড়তে ইচ্ছে হচ্ছে।
অনেকগুলো ছড়া লিখে একদিন বড়ো করে একটা পোস্ট দিতে পারেন কিন্তু। পাঠক হিসেবে আমি আছি