নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন লাগবে উন্নয়ন...

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

এতো কথার দরকার কী! গণতন্ত্র অামাদের জন্য নয়৷ অামরা গরীব দেশ ৷ অামাদের দরকার উন্নয়ন ৷ দেশটা অামার হাতে ছাইড়া দেন, বসে বসে উন্নয়ন করি ৷ এপর্যন্ত যারা যারা উন্নয়ন করেছেন তাঁদের চাইতে ভাল উন্নয়ন যদি না করতে পারি তখন বলবেন ৷ পাকি অাইয়ুব খানও নাকি উন্নয়নের কথা কইত৷ সেই রকম না .............অারকি ........অামার শ্লোগান হবে উন্নয়ন গ্যারান্টেড ..................টেকা তো দিব পাবলিকে ৷ অামার চিন্তা কী? বেশি কথা অার কইলাম না৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

তাহের অন্তরা বলেছেন: "দেশটা অামার হাতে ছাইড়া দেন " এই কাথার জন্য তো সকল কাটাকাটি, মারামারি, হুড়াহুড়ি ,লাঠালাঠি । তাও আপনি দেশ চালাতে পারলে আমি আপনাকে ভোট দিব ভাই।

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই নয় যে আমি দেশ নিয়ে ভাবি না।
কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কখনো দেশকে দেখি না।

এই নয় যে আমি পজেটিভ নই।
কিন্তু নেগেটিভ চিন্তারা দূরে থাকলে আমি পজেটিভ ভাবতে পারি না।

আমি মনে হয় বোঝাতে পেরেছি কি বোঝাতে চাই।
ভালো থাকবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

হামিদ আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ .....

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০

ঢাকাবাসী বলেছেন: সততা আর সততা আর সততা আর সততা থাকলে আপনার মত অনেকেই উন্নয়ন করতে পারত। দুর্ভাগ্যবশত ওটাই নেই এদেশের নেতাদের!

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

হামিদ আহসান বলেছেন: হুমম ........

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: শেষ পর্যন্ত আপনিও ক্ষমতার ধান্ধা শুরু করলেন, উন্নয়নের মূলা ঝুলিয়ে? :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

হামিদ আহসান বলেছেন: সুপ্ত বাসনা অামার এটাই ........হা হা হা ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.