নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

হ-য-ব-র-ল

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৫



এক.



এতটা পথ একসাথে হাঁটার পর

ভাবি নি ফিরে অাসতে হবে একাকী

অাবার- সেই প্রাগৈতিহাসিক নি:সঙ্গতায়!



দুই.



মন যাযাবর

যায় না রাখা বেঁধে,

মন ভাঙ্গলে মন কি পাবি হাজার বছর কেঁদে?



তিন.



যে যাবার যাক না,

ক্ষণিকের তরে লাভ কি বেঁধে-

যে থাকার চিরদিন গহীন মনেই থাক না!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: হ-য-ব-র-ল হলেও কিন্তু যথেষ্ট ভাবনার খোরাক আছে কথাগুলোর মধ্যে। আমার কাছে বেশ ভালো লাগলো।


অফ টপিকঃ
নিচে আপনার ব্লগ পরিসংখ্যান তুলে ধরলাম। আপনি নিজেই বলুনতো আপনি কি ঠিকভাবে ব্লগিং করছেন বলে মনে হয়? যদি ব্লগিং এর জন্য যথেষ্ট সময় না পান, যদি সহব্লগারদের সাথে মিথস্ক্রিয়ায় অংশ নিতে সময় না পান, তবে পোস্টের সংখ্যা কমিয়ে দিলেই পারেন। একটু বিরতি নিয়ে পোস্ট দিন আর মাঝে যে সময়টুকু পাবেন, সেটা অন্যান্য ব্লগারের পোস্ট পড়ে নিজের অনুভূতিটা প্রকাশ করুন। মন্তব্য দেয়া বাধ্যতামূলক নয়, তারপরও অনেকেই আপনার পোস্টে মন্তব্য করে কিন্তু আপনি কারো পোস্টেই ঠিক ভাবে মন্তব্য করেন না। হামিদ ভাই আপনি একজন দায়িত্বশীল ব্লগার এবং লেখক। এটা অন্তত আপনার কাছে আশা করি না।

পোস্ট করেছেন: ১২৮টি
মন্তব্য করেছেন: ৬৯৬টি
মন্তব্য পেয়েছেন: ৬০৩টি
ব্লগ লিখেছেন: ১ বছর ২ মাস
ব্লগটি মোট ৬২৭৮ বার দেখা হয়েছে

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৮

হামিদ আহসান বলেছেন:
অাপনি থাকতে ভুল পথে চলার উপায় কী ?

তারপরও

দিয়েছি ৬৯৬
পেয়েছি ৬০৩

দিয়েছি বেশি ......হা.হা হা ৷ ধন্যবাদ অাপনাকে অন্তর থেকে৷

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩১

হামিদ আহসান বলেছেন: ও অারেকটি কথা না বললেই নয় , এখানে ১ বছর ২ মাস দেখালেও অামার পোস্ট সবার সামনে রিলিজ হচ্ছে এবং অামি মন্তব্য করতে পারছি মাত্র ৬/৭
মাস ধরে ৷ এর অাগে অামি ওয়াচে ছিলাম এবং ব্লগ কর্তৃপক্ষের নজরে অাসার জন্য অন্যান্য ব্লগ থেকে কপি করে সব লেখা এখানে পোস্ট করেছি৷ এই জন্য পোস্টের সংখা এতো বেশি৷

২| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: হ-য-ব-র-ল ভাল লাগল। ধন্যবাদ হামিদ ভাই।

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০২

হামিদ আহসান বলেছেন: অাপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই হ য ব র ল পড়ার জন্য ৷ ভাল থাকবেন .......

৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: ২ ৩ বেশি ভাল লেগেছে

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫

হামিদ আহসান বলেছেন: শুভেচ্ছা জানবেন রাখাল ভাই .......

৪| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: সবকিছুই হ-য-ব-র-ল দেখছি :(

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

হামিদ আহসান বলেছেন: হুম তাই তো দেখছি ..........

শুভকামনা রইল ......

৫| ০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কাহিনীর ভিতরেও কাহিনী আছে দেখা যায়। :) আমিও দীর্ঘ দিন পর্যবেক্ষণে ছিলাম। আপনার মাস খানেক আগে মনে হচ্ছে আমি সামুতে নিক খুলেছিলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.