![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু টাকার জন্য পৃথিবীতে কতো কতো মানুষের স্বপ্নগুলো অধরা থেকে যায়। সম্ভাবনাগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়। আবার এই টাকা দিয়েই কেউ কেউ নিজের ধ্বংস কিনে নেয়। নেশার ঘোরে হত্যা করে সম্ভাবনাগুলো। স্বপ্নগুলো ঢেকে দেয় নেশার নিকষ কালো চাদরে। হায়রে জীবন! সময় এতই দ্রুত বয়ে চলে যে, ভুল পথে বেশি দূর চলে গেলে নতুন করে শুরু করা আর সম্ভব হয়ে উঠে না। সেই সময়টা আর পাওয়া যায় না। তাই বলি ভাই বোনেরা, সময় থাকতেই ফিরে আসো জীবনের পথে; ছাড়ো নেশায় মরনের পথ! ধরো ঝলমলে জীবনের পথ৷ নেশার অন্ধকার থেকে বের হয়ে রঙিন স্বপ্নে রাঙিয়ে তোল পৃথিবী৷
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৭
হামিদ আহসান বলেছেন: হয় তো.....
২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:২১
বুরহানউদ্দীন শামস বলেছেন: কোনো সফল কাজ করার ক্ষেত্রে ৯০% চেষ্টা ১০%ভাগ্য ।
আর ভাই নেশাকারিরা হল মানসিক রোগী।
তাদের দরকার ঠিক মতো
ট্রিটমেন্ট সঠিক
কাউন্সেলিং ।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৮
হামিদ আহসান বলেছেন: অ .....।
৩| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: অর্থই অনর্থের মূল!!!!
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৯
হামিদ আহসান বলেছেন: হুমম ........
৪| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর বলেছেন। +++
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০০
হামিদ আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৩
বুরহানউদ্দীন শামস বলেছেন: ভুল পথে বেশি দূর চলে গেলে নতুন করে শুরু করা আর সম্ভব হয়ে উঠে না।
ভাই চেষ্টা থাকলে সবই সম্ভব।