নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

খোজা চোরার কারামুক্তি দিবস

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

খোজা চোরার কারামুক্তি দিবস
___________________________

খোজা চোরার অষ্টম কারামুক্তি দিবস আজ। এ উপলক্ষে বেদিশাপুরে অাজ সাজ সাজ রব৷ সারা এলাকা সেজেছে বর্ণিল সাজে৷ নানা রঙের পোস্টারে এলাকা ছেয়ে অাছে৷ সর্বস্তরের এলাকাবাসী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি পালন করছে। এউপলক্ষে বেদিশাপুর মডেল কলেজ মাঠে খোজা চোরার জন্য এক গণসম্বর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান স্থলে পৌঁছামাত্রই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হল তাকে। মুহুর্মুহু শ্লোগানে কেঁপে কেঁপে উঠছে সারা এলাকা:

মজা মারে খোজা ভাই
অামরা দেখেও মজা পাই৷

মজা মারে খোজা চোর
হবেই হবে নতুন ভোর৷

হাত নেড়ে খোজা চোরা জনতার উচ্ছাসে সাড়া দেন৷ মঞ্চে উঠে তাঁর মুখের হাসিটা আরও প্রশস্ত হয়। দুর্ভাগ্যজনকভাবে ইয়াবা অামদানির অভিযোগে খোজা চোরাকে জেলে যেতে হয়েছিল৷ কিন্তু এক সময় তার দল ঠিকই বুঝতে পারে যে, অত্র এলাকায় তার বিকল্প নেই। তাই অাট বছর অাগে অাজকের দিনে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়৷ তারপর থেকে এই নেতাকে অার পেছন ফিরে তাকাতে হয় নি৷ এরপর থেকে খোজা চোরার কেবল উথ্থানের গল্প! অত্র এলাকার এই মহান নেতার সম্বর্ধনা উপলক্ষ্যে কলেজ মাঠ লোকে লোকারণ্য৷ সবার হাতে নানা বর্ণের প্লাকার্ড, ফেস্টুন ইত্যাদি শোভা পাচ্ছে৷ খোজা চোরা নিজেও অাজ অনেক খুশি৷ এলাকার উন্নয়নে জনগণ তার পাশে অাছে৷

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৭

আজমান আন্দালিব বলেছেন: খোজা চোরাকে অভিনন্দন!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

হামিদ আহসান বলেছেন: :-P

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

হামিদ আহসান বলেছেন: ........

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: চোর কে সংবর্ধনা ???

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

হামিদ আহসান বলেছেন: :-P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

হামিদ আহসান বলেছেন: এটা পুরা বাস্তব কাহিনী সেলিম ভাই৷ চোখ খুললেই দেখতে পাবেন ....

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: ভাই ভাল মানুষের এখন দাম নাই, চোর চোট্টাদেরই কদর বেশি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

হামিদ আহসান বলেছেন: হুম .......
ধন্যবাদ প্রামানিক ভাই

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

হামিদ আহসান বলেছেন: এটা একটা পুরা বাস্তব কাহিনী .....

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: হামিদ আহসান ,



আপনার লেখার ষ্টাইলেই বোঝা গেছে এ্টা একটি বাস্তব ঘটনা ।
এরকমটাই হয় । প্রজারা যখন সব গবুচন্দ্র হয় তখন সমাজে ইবলিশদের জয়জয়কার হয় । কারন প্রতি পাঁচ বছর পরে পরে এই গবুচন্দ্রেরাই ভোট দিয়ে চোরাদের কারামুক্তি দিবস , ধর্ষনের রজত জয়ন্তী দিবস পালনের সার্টিফিকেট তুলে দেয় একই ইবলিশদের হাতে । প্রবাদ আছে - নেড়ে একবারই বেল তলায় যায় । আমরা গবুচন্দ্রেরা যাই বারে বারে । আবারো যাবো এবং আবারো আপনাকে এমন বাস্তব কাহিনী লিখতে হবে .......

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

হামিদ আহসান বলেছেন: সুন্দর বলছেন৷ মন্তব্যে ভাল লাগা রইল ....।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

অন্ধবিন্দু বলেছেন:
কাহিনী এতোটাই বাস্তব যে মজা পেয়েও হাসতে পারছিনে। আহারে ...

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩

হামিদ আহসান বলেছেন: :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.