নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

একটি অতি ক্ষুদ্র গল্প

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

টাকার অঙ্কটা বেশ বড়ো৷ এই থানায় বদলি হতে যতো টাকা খরচ হয়েছে এক দানেই তার চার গুণ উঠে এসেছে৷ কাজ খুব বেশি না, একটা খুনের মামলায় মূল অাসামিকে বাঁচিয়ে এবং নির্দোষ একজনকে ফাঁসিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন করতে হবে৷ অতগুলো টাকা পেয়ে খুশিতে একেবারে বাকবাকুম অবস্থা অাবুল দারোগার৷ বউকে ফোন করে তখনই বলে দেয়, বিরাট খুশির খবর অাছে, ভালোমন্দ কিছু রান্না করো৷

সব কাজকর্ম সেরে বাসায় খেতে যেতে প্রায় বিকেল হয়ে যায় অাবুল দারোগার৷ অাসর নামাজের অয়াক্ত হয়ে যাওয়াতে হাত অাগে অজু করে নামাজ পড়ে খেতে বসে৷ দারোগা-বউ পাতে ভাত তুলে দেয়, মাংসটা তুলে দিতে দিতে বলে, কচি শুকরের মাংস৷ ফার্মগেট কাঁচা বাজার থেকে নিয়ে এলাম তোমার জন্য৷

শুকরের মাংসের কথা শুনে ছ্যা ছ্যা করে ওঠে অাবুল দারোগা; খাবারের টেবিল থেকে লাফ দিয়ে উঠে পড়ে বলে --তুমি জান না শুকরের মাংস হারাম?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর শিক্ষনীয় গল্প।

আর নিদোর্ষ ব্যক্তিতে ফাঁসানো হারাম না
ঘোষখুর কুত্তা

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১০

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ অাপা

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: এভাবে শেষ হবে বুঝতে পারিনি। অনেক ভালো।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১২

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:০৯

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.