নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হামিদের ব্লগ

হামিদ আহসান

ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে ...

হামিদ আহসান › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট পার্সন্স

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

চার্টার্ট এ্যাকাউন্ট্যান্ট মোক্তার বাবুল হেলেদুলে বসের সামনে গিয়ে বসলেন। বস ফাইলে ব্যস্ত। মোক্তার বাবুল কাঁচুমাচু স্বরে ডাকলেন:

স্যার!

হুমম!

আমার ভাই স্ট্রোক করেছে...

অ!

ভাইস্তি ফোন দিছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে এ্যাম্বুল্লেন্সে করে...

অ!

বস ফাইল থেকে মুখ তুলেন না। এক মিনিট বসে থেকে মোক্তার বাবুল আর কিছু না বলে বসের সামনে থেকে উঠে পড়লেন, হেলেদুলে এসে নিজের চেয়ারে বসলেন। জোরে একটা শ্বাস টেনে শব্দ করে ছেড়ে দিলেন। এমনই সেই অভিশপ্ত দীর্ঘশ্বাস যে, নাক বরাবর থাকা কম্পিউটারের কীবোর্ডটাও কেঁপে ওঠে।

কিছুক্ষণ চুপ করে থেকে মোক্তার বাবুল মোবাইল ফোনটা তুলে নেন হাতে। একটা একটা করে এগারোটা ডিজিট চেপে ফোনটা কানের কাছে ধরেন..... হ্যালো! টপটেন টেইলার্স? আমার স্যুটটা হয়েছে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: হে হে হে

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০০

হামিদ আহসান বলেছেন: হা হা হা .... ধন্যবাদ

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কর্পোরেট জীবনের দোষ দিয়া লাভ নাই। আমরাই আত্মকেন্দ্রিক হইয়া যাচ্ছি।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

হামিদ আহসান বলেছেন: আত্মকেন্দ্রিকতার যে নমুনা দেখছি তা সত্যিই ভয়াবহ। ধন্যবাদ আপনাকে

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গতস্য শোচনা নাস্তি
.অর্থঃ যা চলে গেছে তার জন্য অনুশোচনা করতে নেই।
কর্পোরেট চলবে তার নিজস্ব গতিতে। স্যুটতো চাই ই চাই।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

হামিদ আহসান বলেছেন: ঠিক বলেছেন নুরু ভাই। ধন্যবাদ

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

হাসান রাজু বলেছেন: একজন চার্টার্ট এ্যাকাউন্ট্যান্ট যার ডান পকেট আর বাম পকেট চেক করলে কয়েকটা চাকরি, গোটা কয়েক কনসালটেন্সির অফার পাওয়া যাবে। সেই ব্যাক্তি যখন সামান্য কিছু টাকা বেশি বেতনের জন্য এমন কাচুমাচু করে চলে তখন বুঝতে হবে পারসোনালিটি হীন লোভী মানুষদের উপর কর্পোরেট কালচার ভর করে। ' কর্পোরেট ' হল একটা সমাজের মেরুদণ্ডহীন পার্সনদের গোয়াল ঘর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.