![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।
হঠাৎ হঠাৎ করে অনেক স্মৃতি মস্তিষ্কের সেলে কিলবিলিয়ে
উঠে। তোমার সাথে নগ্ন দুপুরের অসহ্য উত্তাপে হাটার স্মৃতি, হুড ফেলা রিকশায় দমকা হাওয়া মিশ্রিত বৃষ্টিতে ভেজার স্মৃতি, বৈশাখীর প্রথম দিনে নীল শাড়িতে তোমায় প্রথম দেখার স্মৃতি , আমার সিগারেটের ধোঁয়ায় তোমার নাঁক কোঁচকানোর স্মৃতি, আর কোনো এক নির্জন বিকেলে
কর্ণফুলীর বুকে নৌকো নিয়ে তুমি-আমি হারিয়ে যাওয়ার স্মৃতি।। ঊফ, প্রচন্ড যন্ত্রনা ; কেনো এমন হলো জানি না! হয়তো বা তুমি ভালো থাকবে বলে, ঐ রাতে আমি
হয়েছিলাম স্বার্থপর! তুমি কি সুখে আছো তিলোত্তমা? তোমার দুফোঁটা নেত্র জ্বলের দাম হয়তো আমি দিতে পারিনি; তাই বলে কি এখনো আমায় ক্ষমা করতে পারোনি?
আমি ক্ষমাপ্রার্থী তোমার কাছে, আমায় ক্ষমা করো.., মুক্তি দাও এই স্মৃতি যন্ত্রনা থেকে.....মুক্তি॥
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
কল্লোল পথিক বলেছেন: বাহ! বেশ হয়েছে
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬
মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। অনুপ্রাণিত হলাম।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। অনুপ্রাণিত হলাম।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
জনম দাসী বলেছেন: মুক্তি শব্দটা শুনলেই বুকটা কেমন জানি ব্যথায় চিন চিন করে ওঠে ... প্রতিটি লেখাতে ভাল লাগা রেখে গেলাম।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লিখেছেন।
শুভ ব্লগিং
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর লেখনী। (+)
সামুতে পদচারণা শুভ হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা।