![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।
এই মূহুর্তে, ঠিক এই মূহুর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে হতাশ মানুষটি মনে হচ্ছে... । প্রচন্ড মন খারাপ করে বসে আছি। ইচ্ছে করেতেছে দুনিয়াটাকে লাত্তি মেরে উড়িয়ে দিই! অথচ আমি জানি, মানুষের হতাশ হওয়ার কিচ্ছু নেই।
এখানে সকল জাগতিক সুখ, দুঃখ, হাসি, কান্না, একে অন্যের পরিপূরক। প্রকৃতি আপন নিয়মেই বহমান। তাইতো
হাজারটা হতাশার মাঝেও আমার ঠোঁটের কোনায় একচিঁলতে শুভ্র বোকা অহংকারী হাসি সাদা বকের মত উড়ে বেড়ায়। আমি জানি পৃথিবীর অধিকাংশ মানুষ থেকে
আমি অধিক সুখী। ...আজ এই মূহুর্তে হয়তো পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, কেউ তার প্রিয় ব্যক্তিটির
অন্তর্ধান হওয়ার সংবাদে শোকে বিহ্বলিত। ...লাশ ঘরের পাশে হয়তো কারো পরিবার আত্বীয়স্বজনের আত্বচিৎকারে চমকে উঠা ঘুমন্ত কাকটি কা কা শব্দে সুর মেলায় তাদের সাথে। ...সারাদিন চাকরির খুঁজে হতাশ হওয়া বেকার গ্র্যাজুয়েট ছেলেটি মানিব্যাগ হাতরিয়ে দেখে একটি ফুটো পয়সাও নেই আগামী দিন গুলোর জন্য। ...রিকশাওয়ালা বুড়ো লোকটির পায়ে শক্তি নেই আর, তবুও ঝিম ধরা পায়ে আগামীকাল তার বের হতে হবে খেপ মারার জন্য; ঘরে
যে এখনো একটা কুমাড়ী মেয়ে আছে সাথে শত অসুখে টিকে থাকা তার স্ত্রী। হতাশা তাকে গ্রাস করতে পারেনা, কারন সময়টা যে বড্ড কৃপণ। ...নিজের পরিচয় কি, সে
কোথা থেকে আসলো? এমন প্রশ্নে নিজের কাছে জর্জিরিত পথশিশুটি হয়তো এই মূহুর্তে ফুটফাত দখলে ব্যস্ত; রাতে যে ভালো ঘুম দেয়া চাই। অপরদিকে এই মূহুর্তে হঠাৎ করে এসি নষ্ট হয়ে যাওয়াতে আজ আর মোটা
চাদরটি গায়ে দেয়া হবেনা মা- বাবার আদুরে ডিজুস বাচ্চাটির, আপসোস!! ...কোনো মধ্যবিত্ত প্রেমিক হয়তো প্রেমিকার ফিরিয়ে দেয়া উপহারটি সাথে নিয়ে ছাঁদের কোণে গল্পে ব্যস্ত দুঃখী মেঘকণার সাথে; সোনার হার কিনে দেয়া যে তার পক্ষে সম্ভব নয়। ...কোনো বখাটে হয়তো দুটি
ইয়াবা কিংবা একটু হিরোইনের টাকার জন্য উন্মুক্ত ক্ষুর হাতে উৎপেতে আছে, সোডিয়াম লাইটের আড়ালে। হয়তো আজ তার শিকার হবে আমারই মতো রাতজাগা কোনো ছন্নছাড়া পথিক। ...প্রচন্ড মাইগ্রেন এর ব্যথা
নিয়েও অনেক আগেই সতীত্ব বিসর্জন দেওয়া অজপাড়াগায়ের তরুনীটি হয়তো চারদেয়ালের ভেতর অপেক্ষায় আছে পাশবিক আচরণ করা মানুষ নামের মালাস্কা প্রানীটির। টাকা যে তার বড্ড প্রয়োজন। নয়তো তারও স্বপ্ন ছিলো প্রেমিকের জন্য শিউলী ফুলের মালা গাঁথার। ...কোন কবি হয়তো হারিয়ে ফেলেছে তার সকল ছন্দময় শব্দ ঠিক এই মূহুর্তে; অথচ আকাশের ঠিকানায় একটি কবিতা লিখতে যে হবেই! ...এতসব দুঃখগাঁথা
হতাশার মাঝেই, আমার মতই কিছু মানুষ সুখের সজ্ঞা খুঁজতেই ব্যস্ত। নাহ; আমি ভালো আছি, কারন আমি গা-
ঝাঁড়া দিয়ে বাঁচতে শিখেছি....। হতাশা তুই দূরে সরে যা, নিজেকে বিসর্জন দিতে আসিস না আর আমার কাছে....॥
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
মিজানুর রহমান মিরান বলেছেন: চিন্তা করবেন না, আপনার ভোজনে ব্যাঘাত সৃষ্টি করবো না। অবশ্য পসিবলও না। ধন্যবাদ গাজী ভাই।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
আম আদমি বলেছেন: দারুণ অভিব্যাক্তি।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ নিবেন 'আম আদমি'ভাই।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
জনম দাসী বলেছেন: আবারো ভাল লাগা... রেখে গেলাম...
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
" ইচ্ছে করেতেছে দুনিয়াটাকে লাত্তি মেরে উড়িয়ে দিই! "
-আমি খাচ্ছি, এসময় লাথি মাথি মারবেন না দুনিয়াকে, আমি ব্যালেন্স হারায়ে ফেলবো!