![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।
এলোমেলো কিছু অদ্ভূত শব্দে বাক্য সাজাতে ইচ্ছে করে। যার প্রতিটি অক্ষরে মিশে থাকবে তোর কথা। চাঁদ, তাঁরা, আকাশ-বাতাস কিংবা প্রকৃতির যত সব সৌন্দর্য নিয়েই তো হলো কত কবিতা, ভালোবাসার গান। ঐসব নিয়ে লিখতে ভালো লাগেনা আর, আমি তোকে নিয়ে লিখতে চাই, হ্যা শুধু তোকে নিয়ে লিখতে চাই কিছু ছন্নছাড়া কবিতা! না না... আমি কবি নই, চাইও না হতে। আমি শুধু চাই আমার প্রতিটি শব্দ ভিসুভিয়াস হয়ে জেগে উঠুক তোর জন্য, শুধু তোর জন্য। যে শব্দরা দমকা বাতাস হয়ে অগোছালো করে দিবে তোর শাড়ীর আঁচল, তোর চুল। আমি তখন দেখবো তোর বিরক্তিমাখা কপট রাগী মুখটি! তারপর প্রতিটি অক্ষর বৃষ্টি হয়ে ঝরবে তোর শরীরে...জানি বৃষ্টি থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা থাকবে তোর, তবুও চাইবো বৃষ্টির পানি তোর কপাল গড়িয়ে তোর চোখের কাজল নষ্ট করুক! আমি দেখতে চাই কাজল রঙের অশ্রু সৃষ্টি করা তোর অসহায় মিষ্টি মুখখানা! চাই আমি, আমার প্রতিটি শব্দ তোর হাতে একগুচ্ছ সস্তা কাঁচের চুঁড়ি হয়ে মায়াবী সুর তুলুক, যা কখনোই পারেনি হ্যামিলনের বাঁশিওয়ালা কিংবা সুর সম্রাট তানসেন, হয়নি কোনো অপেরাতে এমন সুরের খেলা! সেই সুরে তুই আমি হবো মোহাচ্ছন্ন...। পাগলী.... আমার মস্তিষ্কের নিউরনে আজ কোনো শব্দ নেইরে,তাকিয়ে দেখ তোর জানালা দিয়ে... দেখেছিস ল্যাম্পপোষ্টের নিচে অপেক্ষামান এই আমাকে?? দেয় না ছুঁড়ে কিছু শব্দ আমায়....... দিবি???
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
মিজানুর রহমান মিরান বলেছেন: অনিঃশেষ ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
জনম দাসী বলেছেন: মন ছুয়ে যাওয়া লেখা। হায় বৃষ্টি;;; চোখের কাজল, কাঁচের চুড়ি,
এলো মেলো করে দিয়ে গেল আমার বন্দী স্মৃতির বন্ধ কামরাটি আপনার লেখা...
ভাল থাকুন নিরন্তন...