![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।
জানিস পাগলী; সত্যি বলতে কি
আমি কখনোই কাউকে চাইনি বলতে,
ভালোবাসি। না, আমি রোবটিক নই,
আমার মনেও প্রেম নামক অনুভূতিটা
বিদ্যমান ছিলো। আমার
প্রেমানুভূতি নিয়ে লেখা প্রতিটি
মুক্তগদ্য কোন এক কল্পমানবী কিংবা
ছায়ামানবীকে নিয়ে ছিলো।
আমার সমস্ত চাওয়া আমি তার
চরিত্রে এই পাঁচটাকা দামী
বলপয়েন্টের আচঁড় দিয়ে রাঙিয়ে
নিতে পারতাম! ভেবেছিলাম
নিজেকে স্রোতের বিপরীতেই
রাখবো, কারন কল্পমানবী বাস্তবে
থাকবে সেটা কখনোই চিন্তাও
করিনি!! আর রক্তমাংসের কোন
সুন্দরী রমনী কখনোই রক্তে শীতল
স্রোত বয়ে দিতে পারেনি
আমার..। আমার একজন মানবীয় গুন
সম্পন্ন রাজকন্যার প্রয়োজন ছিলো,
হুম.. প্রয়োজন কিংবা চাওয়া।
ভাবিনি কখনোই পূরন হতে পারে
চাওয়া টি..। ভাবিনি কোনদিনই
আমার মত ছেলেরও রোমাঞ্চকর
জগতে বিচরনের সুযোগ হবে! তোর
ছোট্ট একটি Hlw দিয়ে যার যাত্রা
শুরু...। বিশ্বাস কর পাগলী অনেকেই
সাথেই তো এই Hlw টি দিয়ে কত কথা
হয়েছিলো, যা কিনা ফর্মাল
কুশলাদিতেই আবদ্ধ ছিলো, কিংবা
আমার অবচেতন মন সেখানে কোনো
আগ্রহ পায়নি। কিন্তু তোর সাথে
সেই যে Hlw টা দিয়ে শুরু হয়েছে,
সেটার শেষ পরিণতি কতটা সুখকর
হবে সেই চিন্তাতেই ভীত থাকি
আমি, জানি তুইও....। জানিস
পাগলী.. তোর অফুরন্ত মানবীয় গুন
গুলো, আমার কল্পমানবীকেও
ছাড়িয়ে গেছে... বিলিভ মি। এত
দিন, মাস, সহস্র বছর ধরে যাকে
খুঁজেছি, যাকে প্রতিণিয়ত খুঁজে
বেড়িয়েছি পাবো না জেনেও!
অথচ দেখ, সেই সব মানবীয় গুন নিয়েই
তুই এসেছিস ঠিক আমার কাছে, যা
আমার সারাজীবনের আরাধ্য
ছিলো...। তোকে কি হারিয়ে
যেতে দিতে পারি??! তাইতো
কোনো সংকার ভাবনা ছাড়াই
বলে দিয়েছি ভালোবাসি.. অনেক
ভালোবাসি। জানি তুই রাগ
করেছিলি, বাট আমি ছিলাম
আনকন্ট্রোলড। ভুল বোঝতে
পেরেছিলাম আমি, তাইতো সরি
বলেছিলাম রে....! কিন্তু সেই সরির
বিপরীতে একগাদা অভিমানী
হতাশা মিশ্রিত রিপ্লে ছিলো...;
তাইতো তোকে বুঝতে পেরে সাহস
করে আবার বলেছিলাম
ভালোবাসি। জানি পাগলী, তুইও
আমাকে তোর অদেখা আত্মার
চেয়েও বেশি ভালোবাসিস... যার
যোগ্য হয়তো নই আমি। কিন্তু আমি
তোকে কতটা ভালোবাসি সেটা
কি তুই জানিস? আমি এখন কোনো
বিষয় নিয়ে ভাবতে পারিনা
তোকে ছাড়া। শুধু তোকে নিয়ে
কল্পনার মায়াপুরীতে হারিয়ে
যেতে ইচ্ছে হয়। সেদিন হয়েছিলো
কি জানিস? আমি যখন পাড়ার ভিতর
হাটছিলাম, তখন এক ছোট ভাই আমার
শরীরে ঝাঁকুনি দিয়ে আমার
মনোযোগ আকর্ষণ করে এবং বলে
মিরান ভাই আপনাকে কখন থেকে
ডাকছিলাম আপনি শুনেননি, আপনি
কি কোনো কারনে চিন্তিত?!
তখনো আমার ঠোঁটে একধরনের বিষন্ন
হাসি লেগেছিলো, যা শুধু তোর
কথা ভাবলেই মুখে উঁকি দেয়।
মিষ্টি একটা তন্ময়তার মাঝে
হারিয়ে যাই আমি, তখন আমার
আশেপাশের সবকিছুই স্নাইপারের
হাতের মত নিথর হয়ে যায়! কিভাবে
বুঝবো আশপাশ থেকে কে ডাকছে
আমায়!! তোর কি হয় এমন?? আমার
প্রতিটি শ্বাস-প্রশ্বাস তোর কার্লি
চুলগুলোকে নাড়িয়ে দেয়, তুই হয়তো
বুঝিস না! আমার সব রোদ আজ তোর
মেঝেতে গড়াগড়ি খায়, আমার
একাকীত্বের সঙ্গী চড়ুইটি তোর
কার্নিসে কিচিরমিচির সুরের
আলোড়ন তুলে, আমার সমস্ত দুখী
মেঘকণা তোকে ভিজিয়ে দিতে
চাই অগোচরে.....!! আমার নীলপদ্ম
খানা শুধু তোর জন্য, দিলাম তোকে
আমার নীলপদ্ম খানা, চাইবনা ফেরত
বলব না ফিরিয়ে দেয় আমার
পদ্মটি... কথা দিলাম। শুধু চাইবো, তুই
যাতে আগলে রাখিস আমার
এতদিনের গচ্ছিত নীলপদ্মটি, পারবি
তো?? আসিস নাহয় কোনো এক
চৈত্রের কাঠফাটা রৌদ্দুরে,
কিংবা বসন্তের নরম রোদের
বিকেলে, অথবা বর্ষার অঝড়
বৃষ্টিধোয়া রাতে, নয়তো পৌষের
হাড়কাঁপানো শীতের সকালে....
তখন বুঝতে পারবি ভালোবাসা
আসলে কাকে বলে!! আমি
বোঝাবো তোকে কিংবা তুই
আমাকে!! কি... আসবি তো, তোর
নীলপদ্ম টি দিতে আমায়???
২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯
মিজানুর রহমান মিরান বলেছেন: অনিঃশেষ ধন্যবাদ... জাহেদ ভাই।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪
কল্লোল পথিক বলেছেন: কারন কল্পমানবী বাস্তবে
থাকবে সেটা কখনোই চিন্তাও
করিনি!!
রোমান্টিক অনুভূতি
কবিতায়++++++++++++++++
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, কল্লোল ভাই...
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
প্রামানিক বলেছেন: দারুণ লিখেছেন। চমৎকার অনুভূতি
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ... প্রামানিক ভাই।
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভাল লাগল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ নিবেন।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ অনুভূতির প্রকাশ। মুগ্ধতা। +
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনার মুগ্ধতায় খুশি হলাম। ধন্যবাদ নিবেন রাজপুত্র ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০১
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লিখেছেন।বেশ সুন্দর রোমান্টিক অনুভূতি
+++