নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

অযথাই ভালোবাসি......

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

তোকে সকাল বিকেল দুপুর রাত্রি অজস্র বার বলবো ভালোবাসি। ভোরের হালকা বাতাস তোর জানালায় মৃদু কড়া নেড়ে বলবে ভালোবাসি। সকালের সোনা রোদ তোর মেঝেতে গড়াগড়ি খেয়ে বলবে ভালোবাসি। তোর গরম চায়ের কাপ থেকে গড়িয়ে পড়া জলীয় বাষ্পগুলোও বলবে ভালোবাসি। দুপুরের প্রচন্ড খরতাপ উন্মাদ হয়ে বলবে ভালোবাসি। বিকেলের নরম রোদে ছাঁদে গিয়ে দেখ, আকাশের বিশালতা উন্মূখ হয়ে আছে তোকে বলবে বলে ভালোবাসি। সন্ধ্যায় প্রতিটি অলিগলির প্রতিটি ল্যাম্পপোষ্টের নিয়ণ আলোও তোকে বলবে ভালোবাসি।
চাঁদের আশপাশ ঘিরে থাকা জ্যোৎস্নারা অন্ধকারে মিশে থেকে তোকে বলবে ভালোবাসি। মধ্যরাতে আমার অভিমানি নিঃশাষ উড়ে গিয়ে তোকে বলবে ভালোবাসি। গ্রীষ্মের প্রচন্ড খরতাপ, বর্ষার অজস্র বর্ষন, আর মাঘের হাড় কাঁপানো কোয়াশাও বলবে ভালোবাসি। আমার সেলফোনের সকল ক্ষুদে বার্তা, স্যোসাল মিডিয়ায় ঝড় তোলা সমস্ত মুক্তগদ্য বলবে ভালোবাসি। আমার সকল প্রতিবাদের সুর ভালোবাসায় মাখামাখি হয়ে বলবে ভালোবাসি। চলন্ত রিকশা, দূরন্ত বাইক, লোকাল বাস, পথের রাজা পাজেরো, মেনে না নেওয়া ট্রাফিক জ্যামও বলবে ভালোবাসি। রাস্তার টুকাই, অমল বিমল কমল, আধপেট খাওয়া বৃদ্ধ সবাই বলবে ভালোবাসি। একাডেমি ভবন, ডিসি হিল, লালদীঘি পাড়, সি আর বি, সমস্ত পার্ক, সকল রেষ্টুরেন্ট, সব কাপল জোন বলবে ভালোবাসি। ইরাক, আফগানিস্তানের বিধ্বস্ত লোকালয়, আফ্রিকার ক্ষুধার্ত হার ঝিরঝিরে শিশু, সিরিয়ার নগ্ন রাজনীতির শিকার জনতা, মায়ানমারের নির্যাতিত অবহেলিত মানুষগুলোও বলবে ভালোবাসি। তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা হাইড্রোজেন বোমারাও বলবে তোকে ভালোবাসি। ন্যাটো, আই এস, আল-কায়েদা, তালেবান, সমস্ত মাফিয়া যারা আজ ছুঁড়ছে বুলেট, সেই বুলেট আজ তোর পদতলে নত হয়ে বলবে ভালোবাসি। আমার হাতঘড়ির প্রতিটি সেকেন্ড বলবে তোকে ভালোবাসি। আমার কবিতার খাতা, আমার প্রিয় গান, আমার প্রিয় চড়ুই, আমার প্রিয় সুগন্ধী, আমার প্রিয় রঙ, আমার একান্ত প্রিয় ডায়েরী সমস্ত কিছুই বলবে ভালোবাসি। তোকে অকারনেই ভালোবাসি। আমার হয়ে, গোটা পৃথিবীর সমস্ত পার্থিব-অপার্থিব বস্তু.. বিষয় বলবে ভালোবাসি তোকে। আনন্দি তুই আমাকে কতটুকু ভালোবাসিস সেটা বুঝানোর ক্ষমতা তোর যেমন নেই, ঠিক তেমনি আমিও তোকে কতটা ভালোবাসি বুঝাতে পারবো না। আমার প্রতিটি ক্ষন, প্রতিটি মুহূর্ত, আমার ঠোঁটের কোনায় জমে থাকা বিষন্ন হাসি, আমার মন খারাপের বেলা, আমার সকল উচ্ছ্বাস, আমার অস্তিত্ব, আমার মস্তিষ্কের প্রতিটি নিউরন তোকে প্রতিনিয়ত বলে ভালোবাসি। ভালোবাসি তোকে ভালোবাসার মত....।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

তার আর পর নেই… বলেছেন: নিঃশ্বাস, কুয়াশা
হাইড্রোজেন বোমা যদি বলে ভালবাসে তাহলে তো ভাই সমস্যা হবে হবে :D
এত এত ভালবাসা …ভাই, আনন্দিত তো খুশি হয়ে যাবে।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

মিজানুর রহমান মিরান বলেছেন: হা হা.... আনন্দী কে ভালোবাসার
পাশাপাশি একটু ভয়ও দেখালাম
আরকি!!

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

কল্লোল পথিক বলেছেন: আমার সকল উচ্ছ্বাস, আমার অস্তিত্ব, আমার মস্তিষ্কের প্রতিটি নিউরন তোকে প্রতিনিয়ত বলে ভালোবাসি। ভালোবাসি তোকে ভালোবাসার মত....।
বেশ হয়েছে।চমৎকার লিখেছেন।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই....

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

আরণ্যক রাখাল বলেছেন: আমিও বলবো, ভালবাসি!
আমার ভালবাসা পৌঁছে দিয়েন :)

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

মিজানুর রহমান মিরান বলেছেন: ঠিক আছে, পৌছে দিবো আপনার ভালোবাসাও....!

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন লিখেছেন। এতোভাবে এতোজনে এতো কিছুর ভালোবাসা!!!!! বিশালাকাণ্ড।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

মিজানুর রহমান মিরান বলেছেন: আরো ভালোবাসা দিতে চেয়েছিলাম!! ধন্যবাদ নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.