নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

আকুলতা.....

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

আমি আমার বাল্যকাল বন্দী করেছি চারদেয়ালের মাঝে;
কখনো অন্ধকার জ্যোৎস্নাভরা রাত দেখেনি,
কখনো হাঁটি নি অমাবশ্যা রাতে।
আমি আমার শৈশবকে আটকে রেখেছি উঁচু ছাদের নিচে;
কখনো হাজার শঙ্খচিল একসাথে উড়তে দেখেনি,
হয়নি কখনো ক্ষেতের আল ধরে দৌড়ানো,
কখনো পুকুরে দুরন্ত সাঁতার কাঁটা হয়নি,
গাছে উঠে জাম খাওয়া কি আমি জানিনা,
ঘাসে শিশির জমা ছুঁয়ে দেখিনি।
আমি আমার যৌবনকাল বন্দী করছি বদ্ধ ঘরের মাঝে;
কখনো কারো আঙ্গুল ছুঁয়ে স্বপ্ন দেখা হয়নি,
হয়নি ফেলা কারও জন্য এক বুক দীর্ঘশ্বাস।
হ্যা, আমি প্রকৃতির শান্ত সাতরূপ দেখিনি...
তাই প্রকৃতির কাহনে আকুল হই;
আকুল হই তোর জন্য একবুক দীর্ঘশ্বাস ফেলার!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: কবিতা পড়ে অনেক আকুল হলাম।
ভাল লাগল।
+++++

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

কল্লোল পথিক বলেছেন:







চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ পথিক ভাই।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

শাহাদাত হোসেন বলেছেন: আমি প্রকৃতির
শান্ত সাতরূপ দেখিনি...
তাই প্রকৃতির কাহনে
আকুল হই;
আকুল হই তোর জন্য
একবুক দীর্ঘশ্বাস
ফেলার!

চমৎকার লেখা !

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:১০

উদাস কিশোর বলেছেন: চমৎকার ।
সরল লেখায় মুগ্ধ পাঠ ।

+++++

আমি আমার বাল্যকাল বন্দী করেছি চারদেয়ালের মাঝে;
কখনো অন্ধকার জ্যোৎস্নাভরা রাত দেখেনি,
কখনো হাটি নি অমাবশ্যা রাতে।
আমি আমার শৈশবকে আটকে রেখেছি উঁচু ছাদের নিচে;

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

মিজানুর রহমান মিরান বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাই।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বদ্ধ

বেশ কিছু না পাওয়া আছে দেখছি। পূর্ণ হোক সকল অপূর্ণতা।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: দোয়া করবেন। ধন্যবাদ রাজপুত্র।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

আরাফআহনাফ বলেছেন: পূর্ণ করে ফেলুন ছোট ছোট এ সব অপূর্ণতা।
দীর্ঘশ্বাসটাও ঝেড়ে ফেলুন তাড়াতাড়ি।

আপনার শুভ কামনায়।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: চেষ্টায় আছি অপূর্ণতা পূর্ণ করার। ধন্যবাদ নিবেন।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

আমিই মিসির আলী বলেছেন: সহজ সাবলীল ভাষার কবিতা অনেক ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:২৪

মুসাফির নামা বলেছেন: এ বুক হতাশা!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:২৬

মিজানুর রহমান মিরান বলেছেন: আসলেই হতাশা! ধন্যবাদ ভাই।

১০| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

হাটি < হাঁটি
বদ্ব < বদ্ধ
সপ্ন < স্বপ্ন
টাইপোগুলো ঠিক করে নিয়েন।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর । ++

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলপরী।

১২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৩১

কালনী নদী বলেছেন: শহুরে মনের মানুষের কাছে কবিতার আবেদন কতটা পোঁছাবে সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দিনকে দিন পরিবেশটা কংক্রিটের জংগলে হাড়িয়ে যাচ্ছে! সে দিকে খেয়াল করার দূরের কথা পতিযোগিতামূলক বাজরে ঠিকে থাকতে আমাদের রোবট হতে হয়।
কবিতার নষ্টালজিক সেই পুরানো আবেগটা কারো মন থেকেই ভুলে যাবার নয় বরং ভালোবাসার রঙে অঙ্কিত সোনালী শৈশব!
সংগ্রহে রাখার মতন একটি কবিতা।

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.