![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।
সময়টা ছিলো অপরাহ্ন;
তুই ছিলি, হাসিমাখা সন্ধ্যে ছিলো,
গরম চায়ের কাপে ছিলো অদ্ভুত শীতলতা!
সময়টা তখন থমকে ছিলো;
মুখে হাজার কথার নীরব হাসি ছিলো,
চোখে না বলা কিছু ব্যক্ত কথা ছিলো!
সময়টায় আঁকতে চাওয়া অজস্র রঙের সুখের একটা ক্যানভাস ছিলো, আগত দিনের সুন্দর স্বপ্ন ছিলো।
সময়টা তখন বড্ড হেয়ালী ছিলো;
উড়ে আসা কিছু ঝড়ো বাতাস ছিলো,
চুপসে থাকা ভাঙ্গা চাঁদ ছিলো,
এক আকাশ মুগ্ধতাও ছিলো।
সময়টা তখন ভরসার ছিলো;
কথা রাখার মিছিল ছিলো,
অনাগত দিনের আশঙ্কা ছিলো।
সময়টা তখন অবুঝ ছিলো;
মানতে না চাওয়া কিছু সস্তা নিয়ম ছিলো,
প্রতিবন্ধকতা জয়ের আশ্বাস ছিলো।
সময়টা শুধু তোর আর আমার ছিলো;
তোর বলতে চাওয়া হাজার কথা ছিলো,
ছিলো আমার একরাশ পূর্নতা।
সময়ের স্রোতে বেলা গড়িয়েছে অনেক,
এখন সূর্যালোকের দীপ্তি নিয়ে সময় হাসে তোর দীঘিতে,
উজ্জ্বল মৌন আভা নিয়ে।
আমার মন শুকনো কলস!
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
মিজানুর রহমান মিরান বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই।
২| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:২১
গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর লিখেছেন । অনেক শুভকামনা রইল
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৬
কল্লোল পথিক বলেছেন:
অসাধারন কবিতা।
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯
মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পথিক ভাই।
৪| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৩
নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতার কথামালা।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৪
মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলপরী।
৫| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লিখেছেন।
ওটা বোধয় "ক্যানভাস" হবে।
ভাল থাকবেন।
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৭
মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভুল টা খেয়াল করিনি। সংশোধন করেছি।
৬| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর কবিতা
+++
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭
মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৭| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৪
রিপি বলেছেন: সময়টা তখন অবুঝ ছিলো ......
চমৎকার।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
মিজানুর রহমান মিরান বলেছেন: সময়টা তখন আসলেই অবুঝ ছিলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ রিপি।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১:০১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ