নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

বৃত্তের ভিতর তুই...

১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২৫

অামার গোপন ব্যথার তুই ই শেষ সিদ্ধান্ত,
মন খারাপের শেষ প্রতিদান।
অকারন হাসির তুই ই শেষ কারন,
অামার প্রতিটা কবিতার তুই ছদ্ম অভিমান।
অামার অাকাশে তুই শ্রাবনের মেঘ
হঠাৎ বৃষ্টির অাশির্বাদ,
মেঘ সন্ধ্যার অকারন গর্জন তুই
বর্ষনহীন হাজার রাত।
অামার গোপন ভোরের সূর্য তুই
অালোকিত পৃথিবীর প্রান,
প্রতি রাতের হীম অাঁধার তুই
চিরকাল বহমান।
অামার মধ্যদুপুরের ক্লান্তি তুই
বিশ্রামের চির অাশ্বাস,
অামার শেষ বিকেলের দুঃস্বপ্ন তুই
ভেঙে পরা বিশ্বাস।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১৯

নুর আমিন লেবু বলেছেন: ভাল লাগলো। শুভকামনা রইল

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ, আপনার জন্যও শুভকামনা রইলো।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৭

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ পথিক ভাই। প্রতিবার আপনার উৎসাহ আমাকে অনেক প্রেরণা যোগায়।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫

বিজন রয় বলেছেন: ঘটনা কি বুঝলাম না, ব্লগার শোভন শেখ আপনার এই কবিতার প্রথম দু লাইন নিয়ে একটু আগে একটি পোস্ট দিয়েছে। ব্যাপার কি?

খুলে বলবেন?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি জানলেই তো আপনাকে খুলে বলতে পারতাম বিজন রয়!

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮

বিজন রয় বলেছেন: অজানা ব্যাথা
লিখেছেন শোভন শেখ, ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৭

অামার গোপন ব্যথার তুমি ই শেষ সিদ্ধান্ত,
মন খারাপের শেষ প্রতিদান। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য ৪ বার পঠিত ০ like!

????????????

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯

মিজানুর রহমান মিরান বলেছেন: পেলাম না!

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

রাজু বলেছেন: নাইচ

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

মিজানুর রহমান মিরান বলেছেন: থ্যাংয়ু...

৬| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০

মুসাফির নামা বলেছেন: অামার প্রতিটা কবিতার তুই ছদ্ম অভিমান।
অনেক ভাল লাগা কবিতা++++

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ নিবেন।

৭| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

নীলপরি বলেছেন: খুব ভালো । আচ্ছা সাথে ছবি দেননি কেনো ?

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আসলে আমি ফোন থেকে ইউজ করছি, আর আমার ফোন থেকে ছবি আপলোড হচ্ছে না।

৮| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

দীপংকর চন্দ বলেছেন: অভিমানের শব্দাবলীতে ভালো লাগা থাকছে কবি।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে দীপংকার দা।

৯| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো।ধন্যবাদ B-) B-)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮

মিজানুর রহমান মিরান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১০| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

আমি মিন্টু বলেছেন: ভালো লেগেছে ভাই । :)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

ঢাকাবাসী বলেছেন: ভালো লাগলো।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০

রিপি বলেছেন:
অামার গোপন ব্যথার তুই ই শেষ সিদ্ধান্ত,
মন খারাপের শেষ প্রতিদান।
অকারন হাসির তুই ই শেষ কারন,
অামার প্রতিটা কবিতার তুই ছদ্ম অভিমান।


খুব ভালো লিখেছেন । :)

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিবেন রিপি।

১৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

সোজোন বাদিয়া বলেছেন: বেশ মিষ্টি কবিতা। মনে হচ্ছে যেন সত্যিকার জীবন বোধ থেকে লেখা।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিবেন।

১৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লাগলো।
শুভকামনা

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ নিবেন।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

কালনী নদী বলেছেন: আজকে এসে আবার পড়ে গেলাম, এবার প্রিয়তে নিয়ে রাখলা।
কবিতাটা আমার মনের মতন হয়েছে ভাইয়ু।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক খুশি হলাম কালনী নদী ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.