নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

চিন্তিত.....

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

তুমি বাসো কি না, তা আমি জানি না,
ভালোবাসো কি না, আমি তাও জানিনা।
আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাব, চিন্তা
হইতে আমি চিতাহ্নলে যাব।"
আমারও মাঝে মাঝে গানের কথাটার মতো
চিতাহ্নলে যেতে ইচ্ছে হয়, ইচ্ছে হয় সমস্ত
চিন্তার জগত জয় করে ঝিনুকরে খাপে খোলস
বন্দী করতে। কিন্তু আমার চিন্তারা পরিপূর্ণ
রূপ ধারন করতে পারেনা, বন্দী করতে
পারিনা মস্তিষ্কের নিউরন সেলে। ওরা
দূরন্ত ছুটে চলে হাজার রঙের বিষাদ নিয়ে।
আমার চিন্তায় সব অসমাপ্ত কাব্য রচিত হয়,
আমার চিন্তা নাটকের মাঝপথে থমকে
দাড়ায়। আমার চিন্তায় "তুই" নামের কোনো
শব্দ, নেই আমার আমিত্বও। আমার চিন্তায় মধ্য
আকাশে হাজার শঙ্খচিল খেলা করে,
জংলা বনে খুনসুটিতে মেতে উঠে রঙরঙা
হরেক প্রজাপ্রতি। আমার চিন্তারা রিকশার
চেইনে ধুম করে পেঁচিয়ে যায়, যেমন করে
একদা পেঁচিয়েছিলো রূপসীর নীলরঙা
ওড়না। আমার চিন্তারা সমুদ্রের নোনাজ্বল
নিয়ে ঢেউ হয়ে আছড়ে পরে চোখের
কোনে, ঝাপটা ঘূর্ণিবাতাস হয়ে ছিনতাই
করে আমার সাদামাটা বিকেল। আমার
চিন্তায় অভিমানী বালক পড়ার টেবিলে
গাল ফুলিয়ে বসে, আমার চিন্তায় বিরহী
কিশোর একটা শ্যামলা হাত খুঁজে। আমার
চিন্তা খেই হারানো যুবক অশ্বত্থগাছের
নিচে বসে জীবনের মানে খুঁজে, আমার
চিন্তা হেরে যাওয়া কোনো বালিকার
ফাঁসির দড়িতে মৃত্যুর স্বাদ বুঝতে চেষ্টা
করে। আমার চিন্তায় তনুদের গলাকাঁটা লাশ
ভাসে, আমার চিন্তারা বাঁশখালীতে
নিহত হওয়া মানুষদের ঘরের কোনে ঢু মারে।
আমার চিন্তায় পদ্মার লঞ্চ ডুবি ও
তাজরিনের অগ্নিকান্ডের সময়ের
আর্তনাতগুলো ভেসে ওঠে, আমার চিন্তা
শীতলক্ষ্যার পাড়ে সাত খুনের কারন খুঁজে।
আমার চিন্তা আস্তিক নাস্তিকের অহেতুক
লাফালাফির কারন খুঁজে, আমার চিন্তা
বলে..... স্রষ্টা সবি বুঝে। আমার চিন্তায়
রিকশাওয়ালার ক্লান্তিকর হাসি ভেসে
উঠে, আমার চিন্তায় লোকাল বাসের
কন্ট্রাকটরের গৎবাধা আসেন আসেন
চিৎকারে চিন্তার ব্যাঘাত ঘটে। আমার
চিন্তায় সুরক্ষা দানকারী প্রশাসনের
ভিক্ষুকের হাত থাবা মারে, আমার চিন্তায়
রাজনীতির নামে নিজেকে রাজা
বানিয়ে ফেলা কিছু অমানুষের পৈশাচিক
অট্রহাসি খেলা করে। আমার চিন্তা
বেকার যুবকের ক্ষয়ে যাওয়া স্যান্ডেল হয়ে
হেটে চলে। আমার চিন্তায় রাজন,
রাকিবরা আমাকে বিদ্রূপের হাসি ছুঁড়ে
দেয়, আমায় চিন্তায় বখাটের হাতে
লাঞ্চিত রমনী আমার মুখে থুঁ থুঁ নিক্ষেপ করে।
আমার চিন্তায় দেশ নেই, নেই কোনো ভূখন্ড।
সীমানারেখা ছাড়িয়ে চিন্তারা
মানুষের গন্ধ খুঁজে বেড়ায়। কিন্তু হায়! সব
মানুষের মন যে আজ চিতাহ্নলে ভস্মীভূত!
আমি আর চিন্তা করবো না, অসমাপ্ত
চিন্তারা চিতার আগুনে ছাড়খার হোক,
বাসা বাধুঁক উপাসনরত ঝঠাধারী সন্ন্যাসীর
চুলে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দারুণ কবিতা।
ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিরান।

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০

মহা সমন্বয় বলেছেন: আমি আর চিন্তা করবো না, অসমাপ্ত
চিন্তারা চিতার আগুনে ছাড়খার হোক,
বাসা বাধুঁক উপাসনরত ঝঠাধারী সন্ন্যাসীর
চুলে।
:D

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

মিজানুর রহমান মিরান বলেছেন: এটাই চাওয়া!

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

কল্লোল আবেদীন বলেছেন:





দারুণ কবিতা।
কবিতা ভাল লাগা রেখে গেলাম।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

আমিই মিসির আলী বলেছেন: ওরে!
বাপরে!!
বিশাল কবিতা!
পড়ে ভালো লাগছে।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

মিজানুর রহমান মিরান বলেছেন: হা হা হা! অসংখ্য ধন্যবাদ।

৬| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

মুসাফির নামা বলেছেন: কবিতা বিশাল, ভাবও চমৎকার কিন্তু অনুভূতিগুলো খাপছাড়া।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

মিজানুর রহমান মিরান বলেছেন: অনুভূতি গুলো খাপে বন্দী করার চেষ্টায় আছি। অশেষ ধন্যবাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬

জুন বলেছেন: অপুর্ব +

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো । ++

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

মিজানুর রহমান মিরান বলেছেন: অনুপ্রাণিত বোধ করছি। অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো লাগলো।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক ভাবনা সব ভাবনাকে প্রসারিত করে; মনকে বড় করে।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

মিজানুর রহমান মিরান বলেছেন: হতে পারে।

১১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬

দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতাটি ভাল হয়েছে তবে সাধু চলিতের গুরুপাক ঘটেছে

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ ভাই। পরবর্তীতে এমন হবে না আর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.