নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

তোর কাছে অদ্ভুত চাওয়া....!!

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

রাজকন্যা চল যাবি সাথে আমার? কোনো
এক ঘোর অমাবশ্যা রজনীতে ছোট্ট ডিঙি
নৌকোয় চড়ে পাড়ি দেবো মধ্যরাতের মন
খারাপের নদী। পুরো পৃথিবী যখন কালো
চাদরে ডেকে যাবে, মধ্যরাতের পৃথিবী তখন
মৃত, তেমন একটা রাতে চল হারাই দিশেহারা
দুজন। আমি চাই সেই রাতে তুই অশরীরী
অস্তিত্বের ভয়ে একটি বার অন্তত আনমনে
ছুঁয়ে দিস আমার হাত। কথা দিলাম, সেখানে
কোনো মন্দ মাদকতার স্পর্শ নয়, হবে হাতের
আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ার পবিত্র শিহরণ। থাকবে
আমার মৌনক্ষন, আর তোর নূপুর ধ্বনির হাসি।
সঙ্গী হবি চল অমন একটা রাতের, শুধু একটি
রাতের।
.
তেমন একটি রাতে আমি মাতাল হতে
চাইরে... যেমন করে একদা হয়েছিলাম রেড
ওয়াইনের বোতলে। তেমন এক রাতে
দিশেহারা হবো দু-জন, যেমন হয়েছিলাম
শাল-মহুয়ার বনে। তেমন রাতে তুই আমি হবো
বাঁধনহারা, যেমন করে হয়েছিলাম বিষন্ন
কোনো এক শেষ বিকেলে। তেমন একটি
রাতে মুখে ঝুলে থাকবে অস্ফুট
ভালোবাসার আলাপ, যেমন ঝুলে ছিলো
উত্ত্বপ্ত ঐ রৌদ্রজ্জ্বল দুপুরে। চলনা তেমন এক
রাতে অসমাপ্ত কাব্যগুলো জোড়া লাগাই!
.
যাবি চল... হবো আমি আনাড়ী মাঝি, তুই
পাঠাতনে বসে মুখোমুখী, দুজনের নীরব
চোখে বিষাদময় অজস্র কথার ছড়াছড়ি! আয়
চল... সেই রাতে তোর এলোকেশে ছড়িয়ে
দিবো সদ্য জন্ম নেয়া কয়েকটি কবিতা!
শুনাবো তোকে একখন্ড নীলাভ বিকেল চুরির
গল্প, কিংবা সাদামাটা এক হিম সকালে
ধূয়া উঠা কফির পেয়ালার সেই দুখী
কথামালা। খঁসে পরা তাঁরার গল্প নাহয় অন্য
একদিন!!
.
রাজকন্যা ভয় কি চল, আমি আছি দিশেহারা
রাজপুত্র তোর!

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

বিজন রয় বলেছেন: রাজকন্যা ভয় কি চল, আমি আছি দিশেহারা রাজপুত্র তোর!

আমাদের ব্লগার দিশেহারা রাজপুত্র?

লেখায়
+++

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

মিজানুর রহমান মিরান বলেছেন: অবশ্যই! দিশেহারা রাজপুত্র তো ভাই মাইন্ড করবে!! হা হা!
অসংখ্য ধন্যবাদ বিজন দা।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

মুসাফির নামা বলেছেন: রাজকন্যা ভয় কি চল, আমি আছি দিশেহারা
রাজপুত্র তোর!


আমাদের একজনতো দিশেহারা হয়েছেন। সব রাজপুত্ররা এভাবে দিশেহারা হলে আমরা প্রজারা যাবো কোথায়?

কবিতায়+

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

মিজানুর রহমান মিরান বলেছেন: সবাই হবেনা আশাকরি! সবাই দিশেহারা রাজপুত্র হলে আপনি অন্তত শুধু রাজপুত্রই থাকুন! হা হা!! অনেক ধন্যবাদ জানবেন ভাই।

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মুসাফির নামা বলেছেন: আপনিতো আমার জন্য বদদোয়া করলেন। আমি প্রজাই থাকতে চাই, রাজপুত্র হয়ে দিশেহারা হতে চাইনা।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

মিজানুর রহমান মিরান বলেছেন: সবাই রাজপুত্র হতে চাই। বাট আপনি ব্যতিক্রম! খুব ভালো।

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

কল্লোল পথিক বলেছেন:

কবিতায় একরাশ ভাললাগা রেখে গেলাম।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পথিক ভাই।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:



আমি তো ভাবছি, অনেক রাজকন্যা লাইনে দাঁড়ায়ে আছে!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

মিজানুর রহমান মিরান বলেছেন: হা হা! লাইনে দাড়ানো সব গুলারে আপনার ঠিকানা দিয়ে দিবো!

৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

নীলপরি বলেছেন: যাবি চল... হবো আমি আনাড়ী মাঝি, তুই
পাঠাতনে বসে মুখোমুখী, দুজনের নীরব
চোখে বিষাদময় অজস্র কথার ছড়াছড়ি! আয়
চল... সেই রাতে তোর এলোকেশে ছড়িয়ে
দিবো সদ্য জন্ম নেয়া কয়েকটি কবিতা!


ভালো লাগলো খুব ।
সবাই রাজকণ্যাই চায় কেনো ? একজন রাজপুত্রই কি শুধু ভুল করে সিন্ডেরেলাকে চেয়েছিল ?

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

মিজানুর রহমান মিরান বলেছেন: ভালো লাগলো খুব । সবাই রাজকণ্যাই চায় কেনো ? একজন
রাজপুত্রই কি শুধু ভুল করে সিন্ডেরেলাকে চেয়েছিল?

সবাই তার প্রিয়জনকে কাল্পনিক রাজকন্যা ভাবতে পছন্দ করে মনে হয়!
একজন না, অনেকেই ভুল করে মনে হয় চেয়ে ছিলো!

মন্তব্যে অনেক অনেক ভালো লাগা রইলো।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

কালনী নদী বলেছেন: তেমন একটি রাতে আমি মাতাল হতে
চাইরে... যেমন করে একদা হয়েছিলাম রেড
ওয়াইনের বোতলে। তেমন এক রাতে
দিশেহারা হবো দু-জন, যেমন হয়েছিলাম
শাল-মহুয়ার বনে। তেমন রাতে তুই আমি হবো
বাঁধনহারা, যেমন করে হয়েছিলাম বিষন্ন
কোনো এক শেষ বিকেলে। তেমন একটি
রাতে মুখে ঝুলে থাকবে অস্ফুট
ভালোবাসার আলাপ, যেমন ঝুলে ছিলো
উত্ত্বপ্ত ঐ রৌদ্রজ্জ্বল দুপুরে। চলনা তেমন এক
রাতে অসমাপ্ত কাব্যগুলো জোড়া লাগায়!

যাক আরেকজন রাজপুত্রকে পেলাম! আপনার কবিতায় অন্যজনের শূন্যতা ভিষন করে অনুভব করছি ভাইয়া। অনেক সুন্দর কথামালা যতটা সুন্দর আপনার মন ও ভালোবাসার প্রবিত্রতা। আসলে প্রেমে আমরা একেকজনই দিশেহারা রাজপুত্র!

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১

মিজানুর রহমান মিরান বলেছেন: সত্যিই তাই... প্রেমে আমরা এক একজনই দিশেহারা।

অনেক অনেক ধন্যবাদ জানবেন ভাই।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: সবাই তার প্রিয়জনকে কাল্পনিক রাজকন্যা ভাবতে পছন্দ করে মনে হয়!

তাই কি ? তো সিন্ডেরেলারও রাজপুত্রের প্রয়োজন নেই । একাই যথেষ্ট । :)

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩

মিজানুর রহমান মিরান বলেছেন: তো সিন্ডেরেলারও রাজপুত্রের প্রয়োজন নেই। একাই যথেষ্ট।
হা হা হা!

৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সোজোন বাদিয়া বলেছেন: স্বপ্নঘোর কবিতা, ভাল লাগল। +++

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। প্লাস পেয়ে ধন্য হলাম।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আমিই মিসির আলী বলেছেন: রাজকন্যা না যেয়ে যাবে কই ;)

ভালো লাগলো কবিতা।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

মিজানুর রহমান মিরান বলেছেন: এমন রাজকন্যা তো নাই!

মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:

হাহা কবিতা পড়ে আমিওকিন্তু বলতে নিয়েছিলাম যে, আমাদের ব্লগেও একজন আছেন "দিশেহারা রাজপুত্র"।

কবিতায় ভালো লাগা রইল।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লেগেছে মিরান।

রাতে অসমাপ্ত কাব্যগুলো জোড়া লাগায়! এখানে কি "লাগাই" হবে?

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ধন্যবাদ রাজশ্রী। হুম.. লাগাই হবে, ঠিক করেছি।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮

বনমহুয়া বলেছেন: প্রেমে পড়লে দিশাহারা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

মিজানুর রহমান মিরান বলেছেন: সত্য কথা!
ধন্যবাদ আপনাকে।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: স্বপ্নাঘোর কবিতা। ভাল লাগল।

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

১৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৮:৪৪

কালনী নদী বলেছেন: আজকে লেখাটি আবার পড়ে আমাদের দিশেহারা রাজপুত্র-র কথা মনে পড়ছে।

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আবার আসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.