নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও যুবক...

০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৩

অসহ্য খরতাপে একলা যুবক দূর দূর আকাশে তাকায় চাতক পাখির মতো। মেঘ নয়, একটু বৃষ্টির আশায়। বেলকনিতে দাঁড়িয়ে যুবক এলোচুলে আঙ্গুল বোলায়, যুবকের কপাল থেকে ঘাম গড়িয়ে পরে নাকের ডগায়, মুছে দেয়ার কেউ নেই চিকচিকে ঘাম! যুবক বাসা থেকে বের হয়, আনমনে সিঁড়ি ভেঙে নামে, তারপর হাঁটতে থাকে ছঁকে বাঁধা জীবনকে তুচ্ছ করে। ধূলো উড়া রাস্তা, ব্যস্ত নগর, নিরানন্দ জ্যাম, রমনীর বিরক্তিমাখা চিবুক এড়িয়ে যুবক পা চালায় উদাশ রাস্তায়। চলতে চলতে হাফিয়ে উঠে যুবক, তবুও যুবক হাটে বৃষ্টি দেবতার বাড়ি যাবে বলে! কেউ কি জানে বৃষ্টি দেবের বাড়ি কোথায়? যুবকের চোখে হতাশার ছায়া। এই শহরে একটু শীতলতার পরশ দরকার, একটু স্বস্তির নিঃশ্বাস দরকার, রুক্ষতা ছাপিয়ে প্রয়োজন একটু সজীবতা কোমলতার। কিন্তু কিভাবে! যুবক আনমনে বোকা হাসে, আর হাটে... সাথে ঘামে ভিজতে থাকে সাদাশার্ট। নীল জিন্সের পকেটে একহাত অন্য হাতে বিষাক্ত নিকোটিন পুড়ানো সস্তা সিগারেট নিয়ে খুলে যাওয়া জুতোর ফিতে ঠিক করে যুবক আকাশপানে তাকায়। সেখানে কয়েকখন্ড সাদা মেঘ ছুটোছুটি করছে দুষ্ট কিশোরের মতো। আস্তে আস্তে বুড়ো হবে মেঘগুলো, তারপর পানি হয়ে ঝরে পরবে মরা পৃথিবীতে... যার নাম বৃষ্টি! যুবক দ্রুত পা ফেলে, ছুটতে থাকে কচি কদমের ঠিকানায়। কদম আর যুবক একসাথে ভিজবে, অনেক দিনের জমা কথা ছড়িয়ে দিবে বৃষ্টির স্রোতে, কদমের মন ভুলানো ঘ্রান আর যুবকের নীল কষ্টের বিনিময় হবে। যুবক হাটতে থাকে কদমের উদ্দেশ্যে, বৃষ্টিদেবের বাড়ি যেতে হবে না আর! যুবক হাটে, পিছনে পরে থাকে... ব্যস্তজনপদ, বোকা রোড, উদাশ দুপুর, আলসে বাতাস, কাকের কর্কশ ধ্বনি, রমনীর অদ্ভুত চাহনী, আর একটুকরো চাঁপা নীলকষ্ট!

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:০০

আয়রোন বাবা বলেছেন: frustration

২| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:০০

আয়রোন বাবা বলেছেন: frustration

০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২৬

মিজানুর রহমান মিরান বলেছেন: হায় হতাশা! মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:২৮

মুসাফির নামা বলেছেন: বৃষ্টির জন্য হাহাকার.....

০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২৭

মিজানুর রহমান মিরান বলেছেন: বৃষ্টির দেখা পেলাম ভাই...

৪| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৪

কল্লোল পথিক বলেছেন: চমৎকার লিখেছেন।

০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২৮

মিজানুর রহমান মিরান বলেছেন: শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

৫| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৩৪

দীপংকর চন্দ বলেছেন: কদমের মন ভুলানো ঘ্রান আর যুবকের নীল কষ্টের বিনিময় হবে।

ভাব বিনির্মাণে ভালো লাগা অনেক।

শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

০৩ রা মে, ২০১৬ সকাল ৮:২৯

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৬| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৫

নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর ।

০৫ ই মে, ২০১৬ রাত ৯:২৫

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ, নীল পরী।

৭| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:২৬

কল্লোল পথিক বলেছেন: মিরান ভাই আপনি সুন্দর লিখেন।
কিন্তু প্যারা করে লিখলে আরও সুন্দর হতো।

০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৪

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ পথিক ভাই, সুন্দর নির্দেশনা দেয়ার জন্য ।

৮| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৩

সোজোন বাদিয়া বলেছেন:
সুন্দর, কবিতা হয়ে গেছে। তবে, যুবককে আকাশের পানে তাকিয়ে থাকলে চলবে না। লাফ দিয়ে আকাশে উঠে মেঘের ঘাড় ধরে বৃষ্টিকে নামিয়ে আনতে হবে।

ভাল থাকুন।

০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৭

মিজানুর রহমান মিরান বলেছেন: প্রতিনিয়তই লাফ দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টায় আছি। একদিন ঠিকই ধরে ফেলে সবাইকে বৃষ্টিতে ভেজাবো।

৯| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আমিই মিসির আলী বলেছেন: কদম আর যুবক একসাথে ভিজবে, অনেক দিনের জমা কথা ছড়িয়ে দিবে বৃষ্টির স্রোতে, কদমের মন ভুলানো ঘ্রান আর যুবকের নীল কষ্টের বিনিময় হবে।


ভালো লাগলো কথাগুলা।

১১ ই মে, ২০১৬ রাত ১০:৫৭

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১০| ১১ ই মে, ২০১৬ সকাল ৯:০০

চাঁদগাজী বলেছেন:


উপরের মন্তব্যকারীরা কবি কিংবা লেখক হবেন; উনারা আপনার লেখাকে হয়তো নিজেদের করে নিয়েছেন; আমি ততটুকু পড়েছি, যতটুকু আপনি লিখেছেন।

১১ ই মে, ২০১৬ রাত ১১:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ গাজী ভাই।

১১| ১১ ই মে, ২০১৬ রাত ১১:১২

জেন রসি বলেছেন: কিছু সাধারন মুহূর্তকে বিষন্নতার চাদরে মুড়ে প্রকাশ করেছেন।

অর্থবহ। ভালো লেগেছে।

১৪ ই মে, ২০১৬ দুপুর ২:৩৯

মিজানুর রহমান মিরান বলেছেন: মন্তব্যে অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

১২| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:১০

কালনী নদী বলেছেন: অনেক সুন্দর ভাইয়া।

২০ শে মে, ২০১৬ সকাল ১০:২৬

মিজানুর রহমান মিরান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.