নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

মিজানুর রহমান মিরান

দেয়ার মত কোন পরিচয় নেই। হোক তারপর নাহয়।

মিজানুর রহমান মিরান › বিস্তারিত পোস্টঃ

তোমার আর কিছুতেই আমি নেই!

০১ লা জুন, ২০১৬ রাত ১:৫২

রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি
বিষাদের গান শুনো তুমি, তোমার
আর কিছুতেই আমি নেই। আমি
হারিয়ে যাব... তুমি আর তোমাদের
কাছ থেকে অনেক দূরে। হারাবার
প্রবল ইচ্ছে আমার। আমাকে বাঁধা
দিইও না, মায়াই বেঁধো না, জড়ায়ও
না আর কোনো মোহে। আজ থেকে
আমি হারিয়ে যাব।
.
আমি হারিয়ে যেতে চাই তোমার
উষ্ণ বুক থেকে, আমি হারিয়ে
যেতে চাই তোমার অস্তিত্ব
থেকে, আমি হারিয়ে যেতে চাই
একঝাঁক স্বস্তি থেকে। আমি
হারিয়ে যেতে চাই উষ্ণতার ঐ
চাদর থেকে আর চমকে উঠা আদর
থেকে। আমাকে হারিয়ে যেতে
দাও তুমি।
.
তোমার ভেজা পথে আমি আর
হাঁটতে চাইনা,কান্না-হাসিতে
আর মেতে উঠতে চাইনা। চাইনা
তোমার হাত ধরে বিকেল চুরি
করতে, কৃষ্ণাভ রাতের আকাশে
তারাও গুনতে চাইনা। মধ্যরাতে
হঠাৎ চমকে দিতে চাইনা, চাইনা
ভোরের বন্ধ আলসে চোখে দু-ফোঁটা
জলও ছুঁড়তে। আমায় ভুলে যেইও তুমি,
চোখভরে ঘৃণা ছুঁড়ে।
.
কচি স্বপ্নে বিভোর করবো না আর
তোমায়, রাত দু-টায় এলার্ম ঘড়ির
কাঁটায় খুঁজো না আর আমায়। রুক্ষ
রোদে আমাকে ছাঁয়া ভেবে ভুল
করো না তুমি, মন ভুলানো মায়াতে
আর নেই যে আমি। আমার না
থাকাতে তুমি হোঁচট খেয়ও না,
মাঝপথে ভেঙ্গে পরো না। অতৃপ্ত
সুখে সুখী হও তুমি!
.
তোমার আশকারাতে আমি আর
থাকবো না, ধীরে ধীরে বেড়ে
উঠা গোলাপের চারাতেও না।
থাকবো না তোমার মুখ গুঁজা বইয়ের
পাতাতে, থাকবো না তোমার
ডায়েরীর অবুঝ শেষ পাতাতে।
ক্লান্ত হয়ে বাড়ি ফেরা ঘর্মাক্ত
কপালে আর রক্তিম ঐ ললাটে এঁকো
না আর আমার চিহ্ন। আমি আর দৃশ্যমান
হব না।
.
শিল-পাটা-পূতোঁ রেখে, জ্বর
দেখার ছুঁতোয় আমাকে স্পর্শ করার
ক্ষনের সমাপ্তি হবে আজ। নীল
পাঞ্জাবী দেখে ভুল করো না, ঐটা
আমি নই। শিশুর মতো মিছে রাগ পুঁষো
না আর তুমি, মনে রেখো.. বাদামের
খোঁসা ছাড়াতে ছাড়াতে
অভিমানে তাকাবো না আর
তোমার পানে। তুমি ক্ষমা করো না
আমাকে, সত্যিই হারিয়ে যাব আজ
আমি।
.
কিছু কথা কবিতা রয়ে যাক
আড়ালে, রঙ করা দরজার কপাটে
ভালোবাসা হাতে মেখে কড়াঁ
নাড়বো না আর। হুডখোলা রিকশাই
প্রেম ঝরানো বাতাসগুলো
উপভোগের মাত্রাটুকুর সমাপ্তি
এঁকে দিলাম। শুধু এটা জেনো...
যতখানি এইক্ষনে হারিয়ে যাবো
তারও বেশি নিঃশ্বাসে মিশে
থাকবে তুমি।
.
আমি হারিয়ে যাব, হারাবো,
থাকবো না আর তোমার রোদেলা
আঙিনায়। দুটি একক সত্তার মাঝে
এপিটাফ নির্মান হবে আজ। ক্ষমা
চোখে দৃষ্টিপাতের যোগ্য... সে
তো নই আর আমি।

বিঃ দ্রঃ - লেখাটি 'চন্দ্ররথা রাজশ্রীর' একটি কবিতার ছায়া। প্রায় শব্দ এবং ছন্দ ঐ কবিতা থেকে মেরে দেয়া! কবিতাটা খুব ভালো লেগেছিলো তাই নিজের মতো করে এডিট করতে ইচ্ছে হলো। ক্ষমা করবেন রাজশ্রী। মূল কবিতা টা অনেক সুন্দর। আর এটা কিন্তু কবিতা নয়।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ রাত ৩:০০

রুদ্র জাহেদ বলেছেন: এটাও অনেক ভাল্লাগছে :)

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:১২

মিজানুর রহমান মিরান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: ঐ কবিতাটা পড়া হয়নি । তবে এটা ভালো লাগলো । ++
টাইপো দেখে নিলে ভালো হয় । জ্বলও < জলও হবে মনে হয় ।

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:১৪

মিজানুর রহমান মিরান বলেছেন: মূল কবিতাটা পড়বেন, অনেক ভালো হয়েছে। প্লাস ও মন্তব্যের জন্য ধন্যবাদ পরী। ভুল সংশোধন করেছি।

৩| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:২৬

গেম চেঞ্জার বলেছেন: খুব ভাল হয়েছে আপনার এটাও!!!!!

০২ রা জুন, ২০১৬ রাত ১২:২৩

মিজানুর রহমান মিরান বলেছেন: ধন্যবাদ চেঞ্জার।

৫| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৮

মুসাফির নামা বলেছেন: চুরিও একটা শিল্প হতে পারে,এটা জানা ছিলনা।দারুণ!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: হা হা! ধন্যবাদ মুসাফির ভাই।

৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৩৭

কালনী নদী বলেছেন: আমি হারিয়ে যাব, হারাবো,
থাকবো না আর তোমার রোদেলা
আঙিনায়। দুটি একক সত্তার মাঝে
এপিটাফ নির্মান হবে আজ। ক্ষমা
চোখে দৃষ্টিপাতের যোগ্য... সে
তো নই আর আমি

নিজের মতন এডিট করায় পড়তে অনেক ভালো লেগেছে লক্ষী ভাইয়া।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:০৩

মিজানুর রহমান মিরান বলেছেন: ভাইয়ার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

৭| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৭

কালনী নদী বলেছেন: you are welcome!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.