নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঘাবাঘাবাঘা

বাঘা

বাঘামিলন

student job. etc\nলিখতে খুব মন চায় কিন্তু পারিনা ......মনের না বলা কথা গুলা ...কেউ যদি শুনত বুঝত খুব ভালো লাগত ....

বাঘামিলন › বিস্তারিত পোস্টঃ

খোদা বাংলাদেশ এর মানুষ কে আর কত শাস্তি দিবা ......মাফ করে দাও / গাছের সঙ্গে বাসের ধাক্কা, গেল ২৫ প্রাণ..। কাদেরের অভিমানে আত্ত হনন

০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৬

জনৈক কাদের ...বাসের ভিতরে বাসের ভিতর ..মরে আত্তহত্তা ...
কাদেরের দাবি /
১. ড্রাইভার কে ...মানসিক ভাবে শক্ত হতে হবে এবং দায়ত্তশীল হতে হবে ....যখন ড্রাইভিং লাইসেন্স দিবেন ...পরিক্ষা নিরীক্ষা করে দেবেন ...আর কত প্রাণ যাবে ভাই ....কাল্পনিক

ফরিদপুরের ভাঙ্গায় গাছের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের ধাক্কা লাগার ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ভাঙ্গা পৌরসভার কৈডুবি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে প্রাথমিকভাবে ১০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন সূর্য বেগম (৭০), মো. আফজাল (৪৮), হেলাল (৪০), মনিরুল ইসলাম (৩৫), আসমা বেগম (২৭), রেজাউল (২৩), শফিকুল ভূঁইয়া (২২), শাহীন সিকদার (২০), আকলিমা বেগম ও আমেনা।

আহত ব্যক্তিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
http://www.prothom-alo.com/bangladesh/article/499081/গাছের-সঙ্গে-বাসের-ধাক্কা-গেল-২৫-প্রাণ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.