![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
তোমায় কিছু বলার ছিল!
আচমকা থমকে দাড়ালে
চল কথায় একটু বসি?
তুমি তখনো নিশ্চুপ দাড়িয়ে ছিলে।
ভিতরে ভিতরে কি হচ্ছিলো তোমার
অনেক গাবড়ে নিশ্চই যাওনি?
যাবেইবা কেন একসঙ্ঘে কতযে কাটিয়েছি
জোনাকি পোকার মত।
স্বপ্নের পাল তুলে কত দূরে যে নাও ভিড়িয়েছি।
মনে পড়ে
বাড়ন্ত দুপুরে দক্ষিনের পুকুরটায়..
ঘাটে বসে ঢিল ছুড়তাম পুকুরে?
মেতে উঠতাম বর্ণিল দুষ্টমিতে!
তুমি ভালই ঝগডাটে ছিলে
মুখে তোমার চটে যেতাম
ভেতরে ভেতরে অপেক্ষায় থাকতাম
তোমার অভিমানি মুখ দেখার,
স্বকীয় পটুতায় অভিমান ভাঙ্গাবার।
রাস্তার পাশের বৃক্ষরাজি গুলি
চুপচাপ দাড়িয়ে আমাদের দেখছিল
তুমি আনমনে ধীরপায়ে তখনো হেটেই যাচ্ছিলে
ছাই রঙের রাস্তাটার নির্বাকতায় ছেয়ে।
এখনো অপেক্ষায় থাকি!
কি চমকে উঠলে?
সেই দুষ্টুমিভরা হাসি, ফুরোটা আগের মত ফোটেনি
তবুও ভাল
আমাদের হাসির অর্থ আগেই পড়া।
অনাকাঙ্খিত সত্য গুলো
তোমাকে অনেক পুড়িয়েছিল নিশ্চই?
স্বপ্ন নদিতে নোকা ভেড়ানো দুজন
আমরা কেউ কাওকে মাজপথে পেলে দেইনি
ফিরেও আসিনি দুজন চেনা গন্তব্যের টানে
হয়েগেছি হাজারো জানার ভিড়ে দুজন অচেনা।
কেউ আজ ছুটিনা প্রজাপতি রঙা স্বপ্নের পিছে
সেদিনের দেখা বৃষ্টি হয়তো ছিল মিছে।
তোমার কিছু বলতে ইচ্ছে করেনা
হঠাত দাড়িয়ে শিতল আবেশে জিজ্ঞেস করলে?
কিছুটা শিতলতা আমিও হারালাম
ব্যথিত পউষের সন্ধার মত!
হটাত কেনজানি মনে হল,
অনেক্ষন ধরে যেন বৃষ্টিতে ভিজছি
নির্বাক, বিমর্ষ।
তোমার বারান্দার পাশের গন্দরাজটা
কেমিন বিদির্ণ হয়ে যাচ্ছে
একটু যত্ন নিও।
আর শুনো আম্মুর সাথে এমন রাগ
না দেখালেকি নয় ..
আবারো একচিলতে স্ফুটিক হাসি
চোখ দুটো ...থাক।
দুজনি পুনরায় হাটতে লাগলাম
হাজারো জানার ভিড়ের এক অজানা গন্তব্যে
আপন পথে।
আজো যা বলা হয়নি
জানি কখনো বলা হবেনা কারো
নীরবতা ভেঙ্গে
এসো ফিরি সেই স্বপ্নতলে।
এমনি দুজন দুজনার নিত্য পথে
মিলবোনা কবু কারো বসন্ত বরষাতে
বুজবো ভালই আছি
ভাল থেকো
নিলাকাশের নিছেই, নিলান্তে
জীবনের সারথে ...
মির্জা আরিফ (১৮/০৪/১৪ ব্যথিত সন্ধা!)
m--সত্যি আজ কিছুই ভাললাগছেনা!
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬
সত্যের পথে আরিফ বলেছেন: আজ আমার মন ভাল নেই!