নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

❂নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরূহ❂

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৭

গত .......সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে হাইকোর্ট মসজিদের খতীব মাওলানা নুরুল ইসলাম ফারুক্বী। এর জের ধরে আজ সারাদিন

চট্টগ্রাম, সিলেট, রংপুর,

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অতর্কিত

তান্ডব চালিয়ে ইসলামি ছাত্রসেনা, ইসলামি ফ্রন্ট এবং নামধারী আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু তাই নয় বৃহঃবার

চট্টগ্রামে ছিল তাদের

ডাকে হরতাল , আগামী রোববার ও এই নির্মম

হত্যাকান্ডের প্রতিবাদে সারাদেশে হরতাল ডেকেছে উপরোল্লিখিত সংগঠনসমূহ।



এক নেতার মৃত্যুতে হরতাল ডাকলে,

গাড়ি ভাংচুর করলে, বিক্ষোভ করলে কিছু হয় না। কিন্তু যখন বিশ্বনবীর

অপমানের প্রতিবাদে আমরা যখন ময়দানে নেমে আসি হরতাল আহ্বান করি ঠিক তখনই আজকের হরতাল আহ্বানকারী ভন্ডদের মতে সেটা হয় হারাম।



আজকের এই সমস্ত নাটকীয় কান্ড দেখে দেশবাসীর নিকট পানির মত স্পষ্ট হয়ে গেছে যে ইসলামি ফ্রন্ট, ইসলামি ছাত্রসেনা সহ হরতাল

আহ্বানকারি সমূহের নেতাকর্মীদের কাছে বিশ্বনবী (সাঃ) এর চেয়েও একজন ফারুক্বীর মূল্য অনেক বেশি। পরিশেষে আমার দু'টি কথা জানিনা কার কেমন লাগবে।

তা হলোঃ বিশ্বনবীর ইজ্জত রক্ষার্থে হরতাল আহ্বান করলে যাদের গা জ্বলে উঠে প্রকৃতপক্ষে ওরা আশেকে রাসূল নয়. ওরা হলোঃ

*আশেকে আওয়ামীলীগ,

*আশেকে শাহবাগী,

*আশেকে টাকার বস্তা,

*আশেকে বিরিয়ানী,



পরিশেষে আমার একটি আরজি আছে যে, গত কিছুদিন আগে হটাৎ কিছু ইসলামি বাক্যালাপ শুনে টিভির দিকে চোখ পড়লো(যদিওআমি টিভি দেখিনা) তো কয়েকটা কথা ভালোই লাগলো তাই......। কিনতু কয়েক মিনিট পরে " Spa Drinking Water" এর (যার সৌজন্যে ....নামের এই অনুষ্ঠান) সুন্দরী/পানিতে ভিজা রমনীর ......বিজ্ঞাপন(নাুউযুবিল্লা) আমার এই কবিরা গুনাহের দায় কে নিবে?



হত্যার বিচার আমিও চাই, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার অধিকার কারুরই নেই! কিন্তু তদন্তের/বিচারের নামে প্রহসণ চাইনা............



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.