![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
বেইমান, এরা নীতিভ্রষ্ট, এরা তো দেখে না ফিরে মানুষের কষ্ট।
অমেরুদন্ডী এরা, এরা অপদার্থ
স্বদেশের নয়, দেখে বিদেশের স্বার্থ।
দেশজুড়ে হাহাকার ভারতীয় শোষণে
সরকার লেগে আছে সে ভারত তোষণে।
জাতি আজ তেতে আছে নানা পেরেশানিতে,
ভারত দিয়েছে বেড়া তিস্তার পানিতে।
নদী নালা শুকিয়ে কি মরু হবে দেশটা?
পানি বিনা মরে যাবো দেখি এর শেষটা।
আয় তোরা ছুটে আয়, শুয়ে বসে কতো খাস!
কোদাল শানিয়ে চল, সাথে নিয়ে লাঠি বাঁশ।
সরকার লা জওয়াব, প্রভুকে কি ধরা যায়?
আয় দেখি নিজেরাই কীভাবে কী করা যায়!
সবুজের বুক খুঁড়ে ট্রানজিট চায় কে?
সীমান্তে গুলি করে, এ সাহস পায় কে?
খুলনা সিলেট নাকি ভারতের অংশ!
কে বলে! সে শালাদের আয় করি ধ্বংস।
আমরাও বলি তবে কোলকাতা, মেঘালয়
আসাম মোদের, ওরা বাংলাতে কথা কয়।
বড় বলে দাদাগিরি! আমরাও ছোট নই
আমরা তো বানজলে ভাসা খড়কুটো নই।
আমাদের ছোট ভেবে বেশি যদি ঘাটবে
ষোলো কোটি ‘ডিনামাইট’ একসাথে ফাটবে।
চেতনার ভাঁজে ভাঁজে আগুনের ফুলকি
মধু খেতে এসে দেখো মো-মাছির ‘হুল’ কী!
চুপ কেন ভোটহীন ভোটে জয়ী সরকার?
সাফ সাফ মনোভাব বলে দেয়া দরকার।
ক্রিমিয়া, সিকিম নয়, বাঁচো বুক ফুলিয়ে
এভাবে যাবে না থাকা জনতাকে ভুলিয়ে।
ভারতকে বলে দাও দিতে সব অধিকার
আমরা চিনি না ভাই, কে রাহুল, মোদি কার!
ফারাক্কা খুলে দাও, বাঁধ ভাঙ্গো তিস্তার
তা না হলে তোমাদের নাই নাই নিস্তার।
হটাও টিপাইমুখ, খুলে ফেলো কাঁটাতার
না হলে প্রমাণ হবে তোমরা পা-চাটা তার।
পারো যদি বলো, আর না পারো তো সরে যাও
ক্ষমতার পদ ছেড়ে নিজ নিজ ঘরে যাও।
আমরা রবো না বসে, ওরে আয় ছুটে আয়
আমাদের পথে দেখি বাধা হয়ে কে দাঁড়ায়!
যাদের ক্ষমতা নেই দেশটাকে বাঁচাবার
সুযোগ পাবে না তারা জনতাকে নাচাবার।
কৃষক শ্রমিক আয়, আয় গণ-জনতা
আমরা দেখাতে চাই আমাদের ক্ষমতা।
আমরাই পারি আজ দেশটাকে বাঁচাতে
দেশকে দেবো না যেতে ভারতের খাঁচাতে।
হে ভারত! ভাই আমার! প্রতিবেশী, দোস্তো
কেন গিলে খেতে চাও আমাদের গোশতো?
প্রভু হতে চাও যদি ছাড়বো না আমরাও
বিষদাঁত খুলে নেবো যদি বেশি কামড়াও।
খুঁচোখুঁচি উৎপাত করো সব বন্ধ,
এই দেশে দিলে চোখ হয়ে যাবে অন্ধ।
এই দেশ কালেমার শক্তিতে পূর্ণ
এখানে বাড়ালে হাত হয়ে যাবে চূর্ণ।
©somewhere in net ltd.