![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
১) যখন আপনার মেয়েকে দেখে কেউ
তালি বাজায়, অথবা শিশ দেয় তখন
আপনার কি গর্বে বুক ভরে ওঠে?
২) যখন আপনার মেয়ের
পরণে থাকে টাইট ফিটিং কাপড় (যার
মধ্যে দিয়ে তার শরীরের
প্রতিটি অংশের আকার বোঝা যায়)
আপনিও কি হাজার দর্শকেরমত
তা উপভোগ করেন ?
৩) যখন আপনার মেয়েকে স্মার্ট
বানানোর নামে ছোট কাপড়
পরানো হয়, বাংলা ইংলিশ
মিশিয়ে কথা বলানো হয়, তখন
আপনি কি মুচকি হাসেন ?
৪) যখন আপনার মেয়ে এসএমএস এর জন্য
সবার কাছে কাকুতি-মিনতি করে তখন
কি আপনার মনে হয় আপনারওসবার
কাছে এসএমএস চাওয়া উচিৎ ?
৫) আপনারা নিশ্চই আপনার
মেয়েকে মা ডাকেন, আপনার
মা কে হাজার হাজার মানুষের
মাঝে উন্মুক্ত করতে আপনাদের
বিবেকে একটুও বাধে না
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭
সত্যের পথে আরিফ বলেছেন: জি আপনার মনকে প্রশ্ন করুণ আগে, কতটুকু পবিত্র তা....। ভালো
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫
জনাব মাহাবুব বলেছেন: এইসব বাবা-মাদের কাছে প্রশ্ন করে কোন লাভ নাই।
তারা দুর্নিবার লোভে মেয়েকে এই পথে পাঠায়। পারলে বেশ্যা পাড়ায় পাঠাতেও তারা কুণ্ঠাবোধ করবেনা। প্রয়োজন শুধু মানি অনলি মানি।
কিন্তু সব বাবা-মা কিন্তু এর সাথে জড়িত নয়। কিছু কিছু বেয়াদব মেয়ে আছে যারা বাবা-মাকে থোড়াই কেয়ার করে। বাবা-মাকে উঠতে বসতে ধমকের উপর রাখে। এইসব বাবা মা তাই খুবই অসহায় থাকে ছেলে-মেয়েদের কাছে। তাই তারা এই পেশাটাকে ঘৃনা করলেও বাধা দেয়ার ক্ষমতা রাখেন না।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৯
সত্যের পথে আরিফ বলেছেন: জনাব মাহাবুব++++++
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫১
িক বলেছেন: াপনার মোন টা ভালো কোরুন .