নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

ছাগলের আক্রমনে শিবিরের পলায়ন!

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১

ছাগলের মুখে দাড়ি দেখিয়া
ক্ষেপিলো শিবিরের দল!
ডাক দিয়া কহে তোর,
মুখে কেন দাড়ি
তুই কি তবে পাগল?
ছাগল কহিলো হারামির জাদা
তুই বড় নাফরমান,
সুন্নত ত্যাগিয়া পালন করিলি
বিধর্মির বিধান?
শিবির কহিলো আবু জাহিল আর
লাহাবের মুখে ছিলো দাড়ি,
এতদ্বয় দেখিয়া কি করে বলো
আমি তা রাখিতে পারি?
ছাগল কহিলো হামান করুন
ওবামা শয়তান শত,
জীবনে দেখিনি রাখিতে দাড়ি
তুমি কি তাদের মতো?
শিবির ডাকিয়া কহিলো হাকিয়া
বেটা ছাগলের বাল,
নিশ্চিৎ বেটা তুই হবি তবে
আওঃ লিগের দালাল!!
ছাগল কহিলো লীগের মুখেও
দেখিনি দাড়ির নিশান,
তবে কি বেটা মেনে নিলি তুই
আওঃলীগের বিধান?
মুলেতে যাইয়া ছাগল জবে
করিলো আক্রমন,
নিরুপায় হইয়া শিবির বেটা
করিলো পলায়ন!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫

এমএম মিন্টু বলেছেন: এতা কি কেমন হয়ে গেলো না দাড়ি নিয়ে টানাটানি । যাইহোক লেখায় সতর্কতা হোন।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

সত্যের পথে আরিফ বলেছেন: টানাটানি! মাঝে মাঝে একটু না করলে জমে না! চেতনার জায়গায় চেইত্যা না লিখলে হ্য়না

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

এ কে এম রেজাউল করিম বলেছেন: কবিতা ভাল লেগেছে।
কবির প্রতি অভিন্দন।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৮

সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহ.........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.