![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত ঢাকা মহানগরের উদ্যোগে গণসমাবেশে পুলিশি বাধা ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই প্রেস ব্রিফিং এ কথা বলেন।
তিনি আরো বলেন, মুরতাদ আব্দুল লতীফ সিদ্দীকিকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার আইওয়াশ মাত্র। নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৃত্যুদন্ডের আইন সংসদে পাশ করার জন্য সরকারের প্রতি গণভোট নেয়ার আহ্বান জানাই। এ ব্যাপারে কোনো ধরনের বাহানা বরদাস্ত করা হবে না। অবিলম্বে লতীফ সিদ্দীকিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করতে হবে। একান্তই দেশে আনতে ব্যর্থ হলে তার নাগরিকত্ব বাতিল করতে হবে।
তিনি এ দাবী আদায়ের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করেন।
কর্মসূচী
১. ২২ অক্টোবর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
২. ৩১ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ
৩. ১৪ নভেম্বর খুলনা বিভাগীয় মহাসমাবেশ
৪. ২৬ ডিসেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ
লতিফ সিদ্দীকির ফাঁসির দাবীতে রাজধানীর নয়াপল্টনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চরমোনাই পীরের অনুসারীরা , পুলিশের সাথে সংঘর্ষ ।(সুত্র : একুশে টিভি)
বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় রণক্ষেত্র: সাংবাদিক সম্মেলন শুরু
প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, নগর সভাপতি, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত
মুরতাদ লতিফের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ-এর অনুমতি না দেয়ায় বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ শান্তিপ্রিয়ে তৌহিদী জনতার ওপর বর্বর হামলা চালায়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. আহমদ আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাও. এটিএম হেমায়েত উদ্দিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই, আপনার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আপনি অ্যাকশান নেন। কিন্তু ইসলাম ও রাসূল স.-কে কটুক্তি করে কোনো কথা বললে আপনি নির্বাক থাকেন।
অধিকন্তু ইসলামপ্রিয় জনতা এর প্রতিবাদ করতে গেলে আপনি তাদের গতিরোধ করে দিয়ে উল্টো তাদের ওপর আপনার পেটুয়া বাহিনী লেলিয়ে দেন। আমরা কিন্তু আর এসব নির্যাতন মুখবুজে সহ্য করব না। আমরাও কিন্তু প্রতিবাদ করতে জানি। অবিলম্বে আপনি যদি মুরতাদ লফিত সিদ্দিকীর কোন বিচার না করেন তাহলে সারাদেশের তৌহিদী জনতার রোষানলে আপনি টিকতে পারবেন না।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এ দেশে হয় মুসলমান-ই থাকবে; নাস্তিকরা ধূলিস্যাৎ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
২| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
খেলাঘর বলেছেন:
সরকার সঠিক কাজ করছে, চর-মোনাই পোনাইদের ব্যবসার অবসান হওয়ার দরকার।
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৩
সত্যের পথে আরিফ বলেছেন: টাই বাবার মুরিদেরা! একটু ভালো কইরা খোজ খবর নিয়া তারপর কমেন্ট কইরেন! কার গেয়ানের ফরিদী কতটুকু তা কমেন্ট দেইখা আন্দাজ করা যায়।
https://www.facebook.com/mirza.arif.ctg
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
নীলব্যাধি বলেছেন:
আল্লামা কুরকুরি সুরসুরি ফুরফুরি মুরমুরি মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এটা একটা মানুষের নাম,যার ইসলাম নিয়ে পূর্ন জ্ঞান নেই আছে ক্ষমতার লোভ আর দাওয়াত খাওয়ার লোভ।
পৃথিবীর সব বড় বড় ধর্মের গ্রন্থ গুলো সহ জ্ঞান বিজ্ঞানের নানা দিক গুলো যার মুখস্ত আরবি শব্দের প্রতি যার কঠিন দখল সেই মানুষ ডাঃ জাকির নায়েকে নামের আগে পিছে আর কিছুই নেই শুধু তার পেশা ছাড়া। শুধু এই টুকু থেকে এই মুর্খদের শিক্ষা নেয়া উচিৎ এই নির্লজ্জদের,যারা ধর্মকে খন্ড খন্ড করে নিজেদের ফায়দা নিচ্চে, যারা আলাদা আলাদা নামে আলাদা দল গঠন করে নিজ নিজ অবস্থানে অনড় থেকে আবার মিলিত হয়ে সম্মিলিত নাম করে মাঠা ময়দানে দাঙ্গা হাঙ্গামা করে সাধারণ মুসলিমের জীবন যাত্রায় আঘাৎ হানছে তারা আবার নিজেদেরকে মুসলিম দাবি করে।
ডাঃ জাকির নায়েক বিনা ক্ষমতায় বিনা আন্দোলনে লক্ষ লক্ষ হিন্ডুকে মুসলিমের দিকে টানছে আর এই ভন্ডরা মুসলিমদেরকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে।