নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

"পলিটিকস"

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

"পলিটিকস""
অনেকের প্রোফাইলে দেখি লিখা থাকে "আই হ্যাট ইট, নোংরা রাজনীতি, ফালতু রাজনীতি ??? রাজনীতি মানেই হত্যা, গুম,ধষর্ন, হরতাল,অবরোধ, লুন্ঠন আর সৈরাচারিতা"
"এজন্য যারা রাজনীতিকে ঘৃনা করেন তাদরেকে স্যালুট জানাচ্ছি। নোংরা, দুর্গন্ধ জাতীয় জিনিস নাকের সামনে রেখে ঘৃনা করলে তো গন্ধ আসবেই! তাই নোংরা আর্বজনাকে পরিষ্কার করে সঠিক স্থানে ফেলে দিলে ময়লার দুর্গন্ধ আর নাকের কাছে আসবে না। ঠিক তেমনি আমরা যারা তরুন, শিক্ষিত জাতী আমাদের উচিত আমাদের শিক্ষাকে, বিবেককে ,রাজনীতিতে প্রয়োগ করে রাজনীতিকে পরিষ্কার করা। দেশে দুর্নিতি, ঘুষ, হত্যা, গুম হবে আর আমরা ঘরে বসে রাজনীতিকে ঘৃনা করব ??
এটা সম্পূর্ন সুশিক্ষা আর সুস্থ বিবেকের পরিপন্থি"।
১৪৩৫ বছর আগে বাংলাদেশের চেয়েও ভয়াবহ রাজনৈতিক প্রতিহিংসা চলছিল তত্‍কালীন মরু আরবে । সারা বছর যুদ্ধ হত্যা চাদাবাজি আর নারী ধষর্ন চলত । ঠিক তখনই আর্বিভূত হল নম্র ,ভদ্র, মার্জিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার এক যুবক হযরত মুহাম্মদ (স)। আরবের রাজনৈতিক প্রতিহিংসা কবলিত দেশে নিজের শিক্ষা মেধা আর মহাগ্রন্থ আল কোরআন দিয়ে ইসলামী রাজনীতি চালু করলেন । আরবে শান্তি ফিরে আসল ।তাই রাজনীতিকে গ্রহনযোগ্য ও পরিচ্ছন্ন করতে নিজেকে হযরত মুহাম্মদ (স)এর দেখানো পথে, সাহাবা(রা|:) আদর্শের মতে সত্‍, আল্লাহভিরু, চরিএবান করে গড়ে তুলে কুরআন শরীফকে সংবিধান মানলে অবশ্যই শান্তি আসবে ইনশাআল্লাহ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.