নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

ইসলামী না জামাতে ইসলামী?

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

ঃদোস্ত আঁর লাই একটা ইসলামী ফ্যমেলরি মাইয়া দেখতো। বিয়েটা মনে হয় করাই ছাইড়বো এবার। বেজ্ঞুনে যেন্নে...................!
ঃভালা। তই কেমন ইসলামী ফ্যেমেলেী চাস? ইসলামী না জামাতে ইসলামী?
ঃকী কইচছ?
ঃনা মানে তোর ......ইসলামের যে অবস্থা(পেন্টের চেইন খুইলা দেখা ছাড়াতো বুজার উপায় নাই যে............)
ঃ ওই .................! (গালিটা আমাদের পারসনাল), ডিজিটাল মোল্লা, হারামী, মস্কারী কররে না?
ঃনারে দোস্ত সত্যি, তোর কোয়ালিফেকেশন ভালো, চাকরিটা প্রাইভেট ফার্মে হলেও খারাপ না। তোর লাই মাইয়ার অভাব হবেনা।
ঃদোস্ত জানসতো আমার ফ্যামেলী ইসলামী মাইন্ডের। তোরে আর কি বলমু তুই ত সব..............।
ঃ হারে দোস্ত ইনশাআল্লাহ্ চেষ্টা করমুনে তোর লাইগা একখান লাল টুকটুকে..................।
(অইছে আর হুনিয়েন না)
!
মূল কথা হইলো আমার কিছু বাস্তব সত্য আপনাদের বলার ইচ্চা আছে তাই।
একটু নিছে নামেন!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
ইসলামী ফ্যামলীঃ মেয়ে পর্দা করে (সম্পুর্ণ ঢাকা), বেশীরভাগ ঘরেই থাকে।
জামাতে ইসলামী ফ্যামলীঃ পিটফাট বোরকা, পর্দা করলেও মুখ বেশীরভাগ এর খোলাই থাকে। অনেকের ছেলে বন্ধু ও থাকে!

ইসলামী ফ্যামলীঃঘরে টিভি সচারচর থাকেনা! আদর্শ নারী, মাসিক মদিনা, লিখনী সর্বচ্ছ......।
জামাতে ইসলামী ফ্যামলীঃ ঘরে টিভি থাকতেই হবে! যেহুতু বাড়ির কর্তা, মুরব্বি(ছোট দাড়ির বিশিষ্ঠ সামাজিক ব্যক্তিত্ত)পেজ টিভি এন্ড বাংলাভীষন সংবাদ দেখেন(যদিও সুন্দর্ী সংবাদ পাঠিকা)। ছেলের বউ/বউ/মেয়ে জি-বাংলা * জলসা..........। ধার্মিক পোলা গুলা ভালো শুধু মাঝে মাঝে ডিসকবারি/নেট জিও/টক শো........ইত্যাদি দেখে।

ইসলামী ফ্যামলীঃ ছেলে সিরাত-সুরাত, আমল-আখলাক, লম্বা দাড়ি-পোশাক, আদব-ব্যবহার ভালো থাকে। মোবাইলে হক্কানী আলেমের বয়ান থাকে।
জামাতে ইসলামী ফ্যামলীঃ ছেলে যদিও শিক্ষিত(দুনিয়াবী), মার্জিত ও ধার্মিক(যদিও বাচ্ছা পোলাপাইন চেহারা দেইখা বুজে উঠতে পারেনা আদাব না সালাম দিব!) ও বটে। তবে মোবাইলে একটা পবিত্র বিবাহবহীর্বুত প্রেম, অর্থহীন-ওয়ার্ফেজের দুই একটা আনরিলিজ সং.............।


ইসলামী ফ্যামলীঃ অনেকে হয়তো একটু গরিব কিন্তু লোকে নিঃসার্থভাবে ভক্তি ভালবাসা করে।
জামাতে ইসলামী ফ্যামলীঃ ইসলামী সুদ কায়েম থাকে, কারো কারো কয়েকটা শেয়ার /বন্ড/আই পি ও............। সব ব্যাবসা জায়েজ(যদিও তাতে অনেক হরাম মিশ্র থাকে!)

এমন হাজারো উদাহরন বাস্তবজীবন থেকেে তুলে আপনাদের দিতে পারবো। একটু চোখ খুলে নিরপেক্ষ দৃষ্টিতে দেখুন আপনিও বুজতে পারবেন।

আমার মনে হয় এরা মাঝামাঝি ইসলামীক কিছু(যেমন পুরুষ আর মহিলার মাঝামাঝি...........)

চলবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.