নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

দালাল দালাল দালাল! এক নজরে চিনে নেই দালাল কে।

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

তাবলীগ আ"লীগের দালাল,
চরমোনাই আ"লীগের দালাল,
হেফাজত আ"লীগের দালাল,
কাউমী মাদ্রাসা আ"লীগের দালাল
আল্লামা শফি আ"লীগের দালাল,
ইসলামী আন্দোলন আ"লীগের দালাল,
হাফেজ্জি হুজুর আ"লীগের দালাল,
মুফতি আমিনী আ"লীগের দালাল,
জুনায়েদ বাবুনগরী আ"লীগের দালাল,
এরা সবাই আওয়ামী লীগের দালাল?

এতখন ভালই লাগল তাইনা?

আর ভাল লগবেনা ! জামাত ছিঃবিরের ভাইয়েরা চইলা যান এখান থেকেই
নিচে গেলে জ্বালা উঠে যাবে।
,
,
,
,
,
,
,
,
,
,
,
না করছিলাম আইতে তার পরও আইলেন!

তাহলে বাকিটা দেখেই যান:

জামাত শিবিরের ভাইয়েরা দালালতো আপনারা।কেন তাবলীগ জামাত,চরমোনাই
,হাটহাজারী,কওমী, দেওবন্দকে দালালীর টেগ দিতাছেন?? কেন নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন??? 47 করেছেন ইংরেজের দালালী, 71 পাকিস্তান এর, 91 তে খালেদার, 96 তে জাকে এখন নাস্তিক সরকার বলতেছেন তার, তারপর 2001 থেকে এই পর্যন্ত খালেদার সাথে আছেন। নিজেদের খুব ইসলামিক দল দাবি করেন। কিন্তু আপনারা কি ইসলামিক দল নাকি ভ্রান্ত মওদুদী এর দল??? বোম মেরে, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে, গাড়ি জালিয়ে, হরতাল এর নামে জনজীবনের দুর্ভোগ নামিয়ে দিলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে???? এটাই কি জিহাদ?
নারী নেতৃত্ব ইসলামে হারাম আর আপনারা খালেদার আঁচলের তলে বসে বলেন দেশে ইসলামিক আইন চাই। আর জিহাদ জিহাদ বলে গলা ফাটিয়ে ফেলেলেন আসলে জিহাদ কয়টা ইসলাম এর জন্য করেছেন। আপনাদের জীহাদতো নেতাদের মুক্তি আর দেশ প্রধানের চেয়ার দখল করার জীহাদ। আজ থেকেতো আর দুই দলের চামচামী করতাছেননা। কয়টা ইসলামিক আইন চালু করেছেন এই পর্যন্ত চামচামি কইরা???? মানুষ এখন আর বোকা না সব বুঝে। আন্দোলন করলে খালেদা হাসিনা দুই জনের বিরুদ্ধেই করেন। কারণ 2 টাই ইসলামের শত্রু। দাদীর কোলে বসে নানীর বিরুদ্ধে জিহাদ করলে চলবে না।
কারন এরা দুই জন বিয়ান বিয়ান এরা দুই ঠিকই মিল আছে। তাই কোল থেকে নেমে দুই জনের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলতে হবে।
সাথে সাথে মৌদুদীর ভ্রান্ত আকিদা ছাড়তে হবে ক্ষমতার লোভ ছাড়তে হবে আত্বশুদ্ধি অর্জন করতে হবে নেতাদের খুশি করার নিয়ত ছেড়ে দিয়ে একমাত্র আল্লার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে
তাহলে বিজয় অর্জনের কিছু আশা করা যায়।

জ্বালা ঠিকই ওইঠা গেছে না আইলে বালা আছিনা?
,

আল্লাহ তায়ালা বুঝার ও আমল করার তাওফীক দান করুণ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: খন বলেন দেখি ভাইজান, জামায়াতের কোন নেতা (ঊপনেতা পাতিনেতা হলেও চলবে) উনাদেরকে আওয়ামী লীগের দালাল বলে গালি দিয়েছে? যদি প্রমাণ দিতে না পারেন, তাইলে আপনে হইলেন

----------


----------


----------



বিশ্ববেহায়া এরশাদের দালাল!


এখন কেমুন লাগে?

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি ইসলামের নামেই কিছূ করতে চান------------তাহলে কোল থেকে নেমে সকল অন্যায়ের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলতে হবে।

সাথে সাথে মৌদুদীর ভ্রান্ত আকিদা ছাড়তে হবে
ক্ষমতার লোভ ছাড়তে হবে
আত্বশুদ্ধি অর্জন করতে হবে
নেতাদের খুশি করার নিয়ত ছেড়ে দিয়ে একমাত্র আল্লার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে
তাহলে কিছু আশা করা যায়।


আল্লাহ তায়ালা বুঝার ও আমল করার তাওফীক দান করুণ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

খাটাস বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি ইসলামের নামেই কিছূ করতে চান------------তাহলে কোল থেকে নেমে সকল অন্যায়ের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলতে হবে।

সাথে সাথে মৌদুদীর ভ্রান্ত আকিদা ছাড়তে হবে
ক্ষমতার লোভ ছাড়তে হবে
আত্বশুদ্ধি অর্জন করতে হবে
নেতাদের খুশি করার নিয়ত ছেড়ে দিয়ে একমাত্র আল্লার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে
তাহলে কিছু আশা করা যায়।


আল্লাহ তায়ালা বুঝার ও আমল করার তাওফীক দান করুণ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

সত্যের পথে আরিফ বলেছেন: নীল আকাশ! নীল নদের পানি নীল ন্য়, জামাতে ইসলাম ইসলাম নয়! মওলানা ভাষানি। জামাত এর চৈনিক এরা কেমন এই পোস্ট টা ফেবুত পোস্টাইলে বুজা জাবেনি দালালির সঙ্গা কি? সব বাদ দিলাম খালি ওদের গোলাফি নানিরে কিছু কইয়া দেহেন আপোনারে বিনা দলিলে...............। আরো জানতে ছাইলে ফলো মি

https://www.facebook.com/mirza.arif.ctg

৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

গাঁও গেরামের মানুষ বলেছেন: আল্লাহ তায়ালা বুঝার ও আমল করার তাওফীক দান করুণ।

৬| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

সত্যের পথে আরিফ বলেছেন: আমিন। #গাঁও গেরামের মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.