নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

নেতা ৯ নীতি চাই পীর সাহেব চরমনাই!(প্রতি লাইনের প্রথম অক্ষর মিলাও)

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

নে-নেতাতো দেখিছি বহু
তা-তাহার মত দেখিনাই
৯-৯ দুনিয়ামুখি, বস্তুবাদি তিনি
নী-নিতীর রাজা শায়েখে চরমোনাই
তি-তিনি আত্মশুদ্ধ, মুক্ত হিংসা লোভ রিয়া অহংকার
চা-চারদিকে আজ ছড়িয়ে পড়েছে তাহার ইমানি হুংকার
ই-ইসলামের ঝান্ডা হাতে সদা ময়দানের বীর
পী-পীর নহে তিনি শুধু খানকার
র-রয়েছে সাথে রাসুলের সুন্নাত, কোরয়ানের বানী
সা-সাহাবাদের আদর্শনিষ্ঠ পথে চলা যার
হে-হেরার আলোকে উদ্ভাসিত যিনি
ব-বড়ই গর্ব তাকে পেয়ে মোদের রাহবার
চ-চল মুসলিম সবে জাতীর ক্রান্তিকালে হাতে হাত মিলে
র-রচি সাম্য, সংহতির সমাহার
মো-মোমিন মূলত তারাই
না-নাই হিংসা, তাকাব্বরী, রিয়া অহংকার যার
ই-ইমান আমলের তরে সতকাজে যারা মিশে একাকার।

(প্রতি লাইনের প্রথম অক্ষর মিলাই দেখেন, একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম! মাজে মাজে এভাবে লিখতে আমার মজা লাগে। ।)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: বুঝা গেল আন্নে উনার ভক্ত ।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

ট্রোল বলেছেন: gh

৩| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

সত্যের পথে আরিফ বলেছেন: আবেগে না বিবেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.