নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

কবিতাটা পড়া শেষ হইলে প্রতি লাইনের ১ম অক্ষর উপর থেকে নিচে মিলাই দেখবেন কষ্ট করে।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

মুমিনের হাতিয়ার তুমি, এই বাংলার অহংকার
ফরিয়াদ আল্লাহ্‌রর কাছে তোমার হায়াতে তৈয়বার
তিনি চিরমহান রহিম, রহমান, গাফফার
ফয়জুল তোমায় করিয়া পাঠিয়েছ মোদের রাহবার।
ইলম-আমল, সিরাতে-সুরাতে তুমি নায়েবে মুহাম্মদ
যুক্তিতে-বুদ্ধিতে, আত্মশুদ্ধিতে যেন হাকিমুল উম্মাত
লক্ষ মানুষেরে আল্লাহ্‌ তোমার বয়ানে করে হেদায়েতে দিপ্ত
কয়দিন আগেও যারা ছিল মদ,যেনা,সুদ,ঘুস সব গুনায় লিপ্ত
রিয়া, তাকাব্বরী, হিংসা ভুলে পথ ধরেছে সবাই জান্নাতের
ময়দানে রাইখো মোদের সদা ঝান্ডা হাতে ইমানের।

|
হা উনি আমার প্রানপ্রিয় শায়েখ। যার হাতে আমি বাইয়াত। শাইখুল হাদিস আল্লামা আহম্মদ শফি সাহেব হুজুর দাঃবাঃ এর খলিফা(বাংলার বাঘ)। তারুন্যদিপ্ত, বিপ্লবী, নায়েবে আমিরুল মুজাহিদীন। বিশিষ্ট ইসলামিক ফিলোসফার। যার নেতৃত্যে সদা ইসলামের তরে জীবন বিলিয়ে দিতে আমি প্রস্তুত। সেই বাতিলের আতংক, সবার প্রিয় " আমাদের নায়েবে আমির "মুফতী সৈয়দ ফয়জুল করিম" দাঃবাঃ। আল্লাহ উনাকে নেক হায়াত ও সদস সুস্থতা দান করুন যেন দিনের মহা খেদমতে এভাবে থাকতে পারেন(আমিন)

মুমিনের হাতিয়ার তুমি, এই বাংলার অহংকার
ফরিয়াদ আল্লাহ্‌রর কাছে তোমার হায়াতে তৈয়বার
তিনি চিরমহান রহিম, রহমান, গাফফার
ফয়জুল তোমায় করিয়া পাঠিয়েছ মোদের রাহবার।
ইলম-আমল, সিরাতে-সুরাতে তুমি নায়েবে মুহাম্মদ
যুক্তিতে-বুদ্ধিতে, আত্মশুদ্ধিতে যেন হাকিমুল উম্মাত
লক্ষ মানুষেরে আল্লাহ্‌ তোমার বয়ানে করে হেদায়েতে দিপ্ত
কয়দিন আগেও যারা ছিল মদ,যেনা,সুদ,ঘুস সব গুনায় লিপ্ত
রিয়া, তাকাব্বরী, হিংসা ভুলে পথ ধরেছে সবাই জান্নাতের
ময়দানে রাইখো মোদের সদা ঝান্ডা হাতে ইমানের।

|
হা উনি আমার প্রানপ্রিয় শায়েখ। যার হাতে আমি বাইয়াত। শাইখুল হাদিস আল্লামা আহম্মদ শফি সাহেব হুজুর দাঃবাঃ এর খলিফা(বাংলার বাঘ)। তারুন্যদিপ্ত, বিপ্লবী, নায়েবে আমিরুল মুজাহিদীন। বিশিষ্ট ইসলামিক ফিলোসফার। যার নেতৃত্যে সদা ইসলামের তরে জীবন বিলিয়ে দিতে আমি প্রস্তুত। সেই বাতিলের আতংক, সবার প্রিয় " আমাদের নায়েবে আমির "মুফতী সৈয়দ ফয়জুল করিম" দাঃবাঃ। আল্লাহ উনাকে নেক হায়াত ও সদস সুস্থতা দান করুন যেন দিনের মহা খেদমতে এভাবে থাকতে পারেন(আমিন)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

সরদার হারুন বলেছেন: আপনি এটাকে কবিতা না বলে আপনার গুরুর জন্য দোয়া বলতে পারেন। কবিতা লিখতে হলে কিছু জানবে হয় আবার পড়তে হলেও কিছু জানতে হয় ।

-----

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: বুঝলাম।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

সত্যের পথে আরিফ বলেছেন: সেই কিছুটা কি সরদার হারুন ভাই জানতে পারি? দয়া করে আমাকে কবিতা লিখা শিখাবেন?

৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

বাউল আলমগী সরকার বলেছেন: কবিতা বেশ বড় হয়েছে
তারপর বেশ লাগল
শুভ কামনা-----------

৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহ আলমগী সরকার ভাই

৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপর নীচ পড়লাম । এধরনের কবিতা লিখতে প্রচুর ভাবনা চিন্তা ও পরিশ্রম করতে হয় । যা আপনি করেছেন ।
ভাল থাকুন।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২০

সরদার হারুন বলেছেন: কবিতা লিখার কিছু নিয়ম কানুন আছে।কিছু শ্রেনী আছে যেমন ,,গীতিকবিতা,মহাকাব্য,
চতুর্দশপদী, ইত্যাদি ।

আবার ছন্দ সম্মন্ধে জানতে হয় বলে আমি জানি ।

আমি যা বলতে চাইছি তা আপনিও বুঝতে পেরেছেন । আপনি যদি মনে করেন যে আপনি গদ্যকবিতা লিখেছেন তবুও বলবো কবিতার কথায় একে প্রার্থনা ছাড়া কিছু বলা যায়না। আমি তর্ক করতেচাইনা । ভাল থাকবেন।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহ #সরদার হারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.