![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
ভারত আমাদের আর কত বোকা বানাবে?
বাঙ্গালীর রসিকতার একটা সীমা থাকা উচিত।
শত পরিবারকে ভেঙ্গে টুকরো টুকরো করার দায়িত্ব
নিয়েছে ইন্ডিয়াল সিরিয়াল,
একটি মাত্র পাখী ড্রেসের জন্য
আত্মহত্যা করেছে বাঙ্গালী মেয়েরা, আর কী চায় এই পাখী?
এবার "পাখী খাতা" মন ক্রেড়ে নেয়ার দায়িত্ব
নিয়েছে আমাদের ছেলেমেয়েদের পড়া লেখাকে
তারা গুনগুনিয়ে গান ধরে গাইবে.....
'মন বসে না পড়ার টেবিলে'।
এমন খাতা থাকিলে সামনে,
মন বসিবে পড়ার টেবিলে ক্যামনে!!
পাখি ড্রেস নিয়ে বাঙ্গালী তরুণীরা একের পর এক
আত্মহুতি দিয়ে আলোড়িত করেছেন জাতিকে। এবার
তারা কী করে বসেন সেটি দেখবার অপেক্ষায় রইলাম।
তা হলে আমাদের যুব সমাজের দায়িত্বটা
কি,,?? আমরা কি পারিনা এ অসভ্যতার
বেড়াজাল ভেঙ্গে দিতে
কি ভাবে মুক্তি পেতে পারি সবার মতামত আশা করছি,,,,,,
২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
বাকি বিল্লাহ বলেছেন: আহলান বলেছেন: হোয়ট এ বিজিনেস .... পাখি খাতা .... পাখি জুতা.....পাখি জাইঙ্গা কবে আইবো ? ....
৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
ইমতিয়াজ ১৩ বলেছেন: না আমরা পারি না, যারা এই পাখী খাতা রেব করলো তারা কারা?
৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
সত্যের পথে আরিফ বলেছেন: জি! এটাই আমাদের বাস্তবতা
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
আহলান বলেছেন: হোয়ট এ বিজিনেস .... পাখি খাতা .... পাখি জুতা.....পাখি জাইঙ্গা কবে আইবো ? ....