![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
হুজ্জাতুল ইসলাম, মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল হাদীস হযরত ইমাম গাযযালী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সুপ্রসিদ্ধ ‘কিমিয়ায়ে সাআদাত’ কিতাবে পবিত্র কুরআন সুন্নাহ শরীফ মুতাবিক বর্ননা করেছেন যে,
৭ প্রকার ব্যক্তির দোষত্রুটি বর্ণনা করলে সেটা গীবত হয় না।
নিচে এই সাত প্রকার গিবতের বর্ণনা করা হলঃ-
১। এক নম্বরে বলা হয়েছে,
কোনো লোক
যদি কোনো কাজী সাহেবের
কাছে যায় বিচারের জন্য,
বিচারপ্রার্থী হয়ে ও
বিচারের জন্য
যদি সে সত্য
কথা বলতে গিয়ে বিপরীতপক্ষের
দোষত্রুটি বর্ণনা করে,
তাহলে সেটা গীবত
হবে না।
২। দুই নম্বরে বলা হয়েছে,
সে যদি কোনো মুফতী সাহেবের
কাছে যায় ফতোয়ার জন্য,
তখন সে ফতোয়ার জন্য
যেটা সত্য সেটাই বলবে,
এতে তার গীবত হবে না।
৩। তিন নম্বরে বলা হয়েছে,
যারা রাজা-বাদশাহ,
আমীর-ওমরাহ শাসক
গোস্ঠি তাদের ইছলাহ
বা সংশোধন করার জন্য
দোষত্রুটিগুলি যদি ধরিয়ে দেয়া হয়,
তাহলে সেটা গীবত
হবে না।
৪। চার নম্বরে বলা হয়েছে,
অহরহ পাপে লিপ্ত
ফাসিকদের
দোষত্রুটি বর্ণনা করলে,
সেটা গীবত হয় না।
ফাসিক বলা হয় যে ফরয,
ওয়াজিব,
সুন্নতে মুয়াক্কাদা হামেশা তরক
করে তাদেরকে ।
৫। পাঁচ নম্বরে বলা হয়েছে,
যারা লুলা-ল্যাংড়া,
বোবা-
তোতলা নামে মশহূর
তাদেরকে লুলা-ল্যাংড়া,
বোবা-
তোতলা বলে ডাকা হলে,
সেটা গীবত হবে না।
৬। ছয় নম্বরে বলা হয়েছে,
যদি কোনো পিতা তার
ছেলেকে বিয়ে করাতে চায়
বা মেয়েকে বিয়ে দিতে চায়,
বিপরীত পক্ষের
কাছে গিয়ে সেই
ছেলে বা মেয়ের
প্রতিবেশীর কাছে যদি, ঐ
ছেলে বা মেয়ে সম্বন্ধে সংবাদ
নেয় আর প্রতিবেশীর
লোকেরা যদি সত্য
কথা বলে অর্থাৎ সেই
ছেলে বা মেয়ের
দোষত্রুটিগুলি বলে দেয়,
তাহলে সেটা গীবত
হবে না। কারণ
এখানে একজনের জীবন
নিয়ে প্রশ্ন।
৭। সাত নম্বরে বলা হয়েছে,
যারা উলামায়ে ‘সূ’
বা দুনিয়াদার
ধর্মব্যবসায়ী নামধারী আলেম,
পীর, স্কলার
যারা দ্বীনকে বিক্রি করে দুনিয়া অর্জন
করে, তাদের
দোষত্রুটি বর্ণনা করলে সেটাও গীবত
হবে না।
আল্লাহ তা'আলা আমাকে ও আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফীক দান করেন।
আমীন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
মেংগো পিপোল বলেছেন: ভাই আরিফ, এই তথ্য গুলোর উৎস কোথা থেকে সেটা উল্লখ করলে অনেকে এগুলোকে জাচাই কোরার সুজগ পেতো। এতে লেখার সচ্ছতা আসতো। যা হোক ভালো উদ্দ্যগ। ভালো থাকবেন।