নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

৩৬৪ দিন একটা মেয়েকে ধর্ষন করে ১দিন সুন্দর করে......

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

৩৬৪ দিন একটা মেয়েকে ধর্ষন করে ১দিন সুন্দর করে উন্নত সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে আকর্ষণীয় দামী পোশাক পরিয়ে ফগ বা অন্য কোন অতি উন্নত মানের পারফিউম শরীরে ছিটালেও যেমনি তার কুমারিত্ব আর ফিরে আসবেনা, তেমনি সারা বছর বিদেশী সংস্কৃতি নিয়ে মেতে থেকে, বিদেশী কুত্তাদের
পা চেঁটে বছরের ৩_৪টা দিন
(১লা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি,
২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর)
আমি বাঙালী বাঙালী চিত্কার
করলেই বাঙালী হওয়া যায় না ।।।

ফেসবুকের প্রোফাইলে জাতীয়
পতাকা দিয়ে বিশ্বরেকর্ড
করে বাঙালিত্ব দেখাচ্ছেন ।
কোথায় থাকে আপনার
বাঙালিত্ব???
যখন স্বাধিনতার ৪০_৪৩বছর পরও ১১
হাজার
নেতা কর্মী মুক্তিযোদ্ধা খেতাব
পায়, নিজের সন্তানদের
ভালো চাকরি দেওয়ার জন্য
তখন কেন আপনি চুপ থাকেন,যার
কারণে আপনার
চাকরিটা হয়না???

কোথায় থাকে আপনার বাঙালিত্ব
যখন ৯৭
কোটি টাকা খরচ করে সঙ্গিত
গাওয়া হয় আর সত্যিকারের
মুক্তিযোদ্ধারা এই দুর্বিষহ
শীতে একটা ছেড়া লুঙ্গি গায়ে পেচিয়ে শীত
নিবারণের চেষ্টা করে ব্যার্থ
হচ্ছে ???

কোথায় থাকে আপনার মনুষ্যত্ব_
বাঙালিত্ব যখন একটা পথশিশু দাঁতের
উপর দাঁত চেপে থরথর করে কাঁপছে ।।।

সারাবছর শুনলেন dollan baby, আর এখন
কয়েকটা দিন @এক সগর রক্তের
বিনিময়ে গান শুনলেই আপনি বড়
দেশপ্রমিক হয়ে গেলেন???

আবার দেখা যাবে ১৬
তারিখে ফুল
দিতে গিয়ে সেকি কাণ্ড ।।।
কারও জন্য ফুল দিলেই তার
পরকালে মুক্তি হয়ে যাবে তার প্রতি শ্রদ্ধা দেখানো
হয়ে যায় ???

-দেশকে ভালোবাসলে সারা বছরই ভালোবাসো
দু দিনের দেখানো ভালোবাসা দেখিও না?

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

সোহানী বলেছেন: সহমত ও অসাধারন..... মনের আকুতিতা বলেছেন.....

৯৭ কোটি টাকা খরচ করে সঙ্গিত
গাওয়া হয় আর সত্যিকারের
মুক্তিযোদ্ধারা এই দুর্বিষহ
শীতে একটা ছেড়া লুঙ্গি গায়ে পেচিয়ে শীত
নিবারণের চেষ্টা করে ব্যার্থ
হচ্ছে ???

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

আগুনে পাখি বলেছেন: ফেসবুকে লেখাটা অনেক জায়গাতে দেখছি সকাল থেকে,


সোর্স উল্লেখ করে দিলে ভালো হতো

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: সব কিছুতে ব্যবসা।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

ব্লগার মাসুদ বলেছেন: সতয বলেছেন +++++

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২

 বলেছেন: ++++

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার নিকৃস্টতম জাতি হলাম এই আম....। আপনার সাথে একমত।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহ খাইর..............

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আমি তুমি আমরা বলেছেন: আমরা কেবল বিশেষ দিবসেই বাংগালী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.