নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়.....।(আগামী কাল(৫ই ডিসেম্বর) জুমাবার,জাতীয় প্রেসক্লাব চত্বর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

কাফনের কাপড় মাথায়
ময়দানে আয় ছুটে আয়
কলেমার ঝান্ডা হাতে
বিলিয়ে দে না জীবনটাকে......

আগামী কাল(৫ই ডিসেম্বর) জুমাবার ,
নয়তো সময় আর ঘুমাবার।
জাগছে জনতা ফের-আবার -
একজোট হবে বেশুমার !

রাজধানী ঐ ঢাকা -
থাকবেনা যে ফাকাঁ !
লঞ্চ-স্টিমার, ট্রেন, বাসে
আসবে মানুষ কাছে।

জাতীয় প্রেসক্লাব চত্বর -
পূর্ণ হবে সত্বর।
বিশাল হবে মহাসমাবেশে
আসুন দলমত নির্বিশেষে।
বৃদ্ধ, যুবক- নওজোয়ান -
থাকবেন সবাই আগুয়ান।
দাবী শুধু একটাই -
কাজ্জাবির ফাসিঁ চাই।

ঈমানদারদের বাংলাদেশ-
নাস্তিকেরা হবে নিঃশেষ।
পীর সাহেব চরমোনাইর আহবান-
আন্দোলন করো বেগবান।

জাগো মুসলিম মুজাহিদ-
ভাঙ্গো অলসতার নিদ।
ঈমানদারের হাতিয়ার -
উঠুক গর্জে আরেকবার।
চলো মুমিন চলো যাই -
থাকবেন শায়খে চরমোনাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: এটা কি রাজনৈতিক প্রচার প্রচারনার স্থান ????

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

অথঃপর আমি বলেছেন: তাইলে তো কাইলকা কুটি কুটি লোক পরান দিয়া ফালইবো। আমিও থাকুম কতা দিছি। তবে সমাবেশে না। কুটি কুটি পরানের জানাজায়।

:-P :-P :-P দেইখেন কিন্তু, ট্রান্সমিটার বাষ্ট হইলে আবার দৌর মাইরেন না।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

শহিদুল বলেছেন: কাথায় কথায় জীবন দিয়া দাও! এই রকম জঙ্গি মানুষিকতার অমানুষগুলার স্থান বাংলাদেশ না পাকিস্থান চলে যাও দয়া করে।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

নিয়ামুল ইসলাম বলেছেন: অশান্তি সৃষ্টি না করলে কিচু কিছু মানুষের পেটের ভাত হজম হয় না মনে হয়, আবার মাদ্রাসার বাচ্চাগুলারে জোর করে টেনে নিয়া আইসা মার খাওয়াবে এইগুলান। এখন কি এমন চেটের বাল হইয়া গেছে ????

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

অনিক০০৭ বলেছেন: এইসব ছাগুগুলাকে ব্যান করা হ্য় না কেন?

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

মমিন@ বলেছেন: ভাই, আপনার নিকট আত্মীয়র কোন নাম্বার দিয়েন ...
এত মানুষ কে জীবন বিলানোর ডাক দিছেন, আশা করি প্রথম হিসাবে আপনি জীবন দিবেন, সে ক্ষেত্রে আপনার আত্মীয়র কে ফোন দিয়ে আপনার জানাজায় অংশ নেওয়ার ইচ্ছা আছে ...

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

মামুন রশিদ বলেছেন: আপনাদের দাবিমত লতিফ সিদ্দিকী এখন কারাগারে । তাইলে আবার কাফনের কাপড় মাথায় নিয়া রাজপথে নামবেন কেন?

বলদের মত আর কত অন্যের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হবেন?

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

সত্যের পথে আরিফ বলেছেন: শুশিল আম জনতার শুরশুরী মার্কা আবাল মন্তব্য গুলু গিলার চেষ্টা করলাম কিনতু হজম হয়না! যাদের কাছে মাগি সানি লিওনের বাংলাদেশে প্রবেশ যাস্ট কিছুইনা তাদের কাছে রাসুল(স:) এর অভমাননায় কি আার আশা করা যেতে পারে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.