![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
জাতীয় মাসজিদের হযরতে খতিব সাহেব কি এগুলা দেইখা দেইখা যেনার বয়ান, পর্দার বয়ান করেন(প্রাকটিক্যলি)? মসজিদে প্রবেশের দার টা বেপর্দা মুক্ত রাখতে পারেনা, লাখ লাখ মুসল্লি যেনার গুনা নিয়ে মাসজিদে ডুকছে! এরে দিয়া............... আমি বুজিনা আমারে বুজাইয়া দেন?
ছবিটি আমার নিজ হাতে তুলা বায়তুল মুকাররাম উত্তর গেইট হতে।
05/12/2014
আজীব এক দেশ!
©somewhere in net ltd.