নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

সুরঞ্জিত সেন গুপ্তের সাথী বীর মুক্তিযোদ্ধার কুড়িয়ে পাওয়া রুটিতে কুকুর ভাগ বসাতে চায়!!

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

৭১ এর রনাঙ্গণে সুরঞ্জিত সেন গুপ্তের সাথী বীর মুক্তিযোদ্ধার কুড়িয়ে পাওয়া রুটিতে কুকুর ভাগ বসাতে চায়। জনগণের টাকা চুরি করে একজন রাজপ্রাসাদে,আরেকজন ৭১ এর রনাঙ্গণে যুদ্ধ করেও রাস্তাঘাটে ভিক্ষা করেন !

নামঃ মো. আ. কাইয়ুম, গ্রামঃ নগদীপুর, পোঃ দৌলতপুর , থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।

এই বীর মুক্তিযুদ্ধা আর
কেউ নন, উনার সাথে কথা বলে যানা যায়,
তিনি সুরঞ্জিত সেন গুপ্তের
সাথে ৭১ এর রনাঙ্গণে জীবন বাজী রেখে যুদ্ধ
করেছেন, স্বাধীনতার লাল সূর্য চিনিয়ে এনে আজ
অন্তীম সময়ে দিরাই বাজারের অলিগলিতে গড়া- গড়ি দিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছেন,
রাস্তাঘাটে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে দু টুকরো রুটি খাচ্ছেন।

অথচ যার সাথে যুদ্ধ করেছেন সে আজ আলীশান বাড়ি গাড়ি নিয়ে আছে। ৩০লক্ষ শহীদের রক্ষের বিনিময়ে কি এই বৈষম্যের রাজত্ব কায়েম হবার কথা ছিল??

জীবনের শেষ সময়ে সে কি এ দেশের সেবায় শান্তিতে দু বেলা দু মুঠো খাবারের যোগ্য হতে পারেনি? অথচ আজ যারা বিশাল আয়োজনে বিজয় দিবস উদযাপন করছেন, এই বিজয়ের লাল সূর্য এরাই জীবন বাজি রেখে ছিনিয়ে এনেছিল। অথচ আজ ওরা ভিক্ষুক, আর তুমি ক্যম্পাসে দাঁড়িয়ে গীটারে টান দিয়ে বিজয়ের গান গাও?

মানবতার চেতনাধারীরা এসব বিষয় কবে দেখবে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

আহলান বলেছেন: আফসোস রাখবো কোথায় ...?

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

এম এ কাশেম বলেছেন: আফসোস!

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

নিজাম বলেছেন: হায় অভাগা দেশ! হায় অভাগা জাতি!!! এই জাতির শান্তি এইসব মুক্তিযোদ্ধার অভিশাপে উড়ে যাবে নাতো?

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

হরিপদ কেরাণী বলেছেন: সুরঞ্জিত বাবু অস্ত্র হাতে কোন রণাঙ্গণে যুদ্ধ করেছেন একটু বিস্তারিত বলবেন কি? আরও ভালো হয় যদি উল্লেখ করেন তিনি কোন কোন অপারেশনে উপস্হিত ছিলেন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

সত্যের পথে আরিফ বলেছেন: হরিপদ কেরাণী সাহেব উনারা(আওমিলিগ) যুদ্ধ করলেও সর্বদা গ্রিন জোনে ছিলেন তাই..........................।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.