নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি...........?

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

স্বাধীনতা তুমি বিনা ভোটে
নির্বাচিত সংসদ।
স্বাধীনতা তুমি বাকশালের সেই
পুরোনো বোতলে নতুন মদ।

স্বাধীনতা তুমি পিলখানার সেই
গণহত্যার বৈধতা।
স্বাধীনতা তুমি নির্লজ্জ জাতীর দিকে
তাকিয়ে লজ্জিত বিধাতা।

স্বাধীনতা তুমি শাপলা চত্তরে
নিরীহ মানুষের কান্না।
স্বাধীনতা তুমি সেইদিন কত হত্যা
হয়েছিল জানতে মানা।

স্বাধীনতা তুমি নদী- নালায়
বেওয়ারিশ লাশের গন্ধ ।
স্বাধীনতা তুমি বিচারবিহীন
রাজনীতি হত্যাকাণ্ড।

স্বাধীনতা তুমি শেয়ার বাজার লুটপাট।
স্বাধীনতা তুমি সে সব ভুলে মন চলে যায় খেলার মাঠ।

স্বাধীনতা তুমি সোনালী ব্যাংক থেকে
হলমার্কের হাজারকোটি টাকা চুরি।
স্বাধীনতা তুমি সেই চুরির টাকাই বেড়ে
যাওয়া অর্থমন্ত্রীর ভুড়ি।

সাধীনতা তুমি কাটাতারের বেড়াই ঝুলন্ত ফেলানি।
স্বাধীনতা তুমি সেই হত্যার বিচার আজও মন থেকে চাইনি।

স্বাধীনতা তুমি নিজের দেশের রাখতে পারি না মান।
স্বাধীনতা তুমি আজও তর্ক করি আমরা পাকিস্থান না হিন্দুস্থান।

স্বাধীনতার ব্যপারে আরো কারো কিছু
জানা থাকলে একটু জানান?

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

এম এ কাশেম বলেছেন: তিক্ত সত্য
শুভেচ্ছা নেবেন কবি।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

আলী খান বলেছেন: বেসম্ভব সুন্দর.....

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০

সত্যের পথে আরিফ বলেছেন: যাযাকাল্লাহু খাইরান........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.