![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা !
শত শর্তের বেড়াজালে আবদ্ধ করে অবশেষে মহাসমাবেশর অনুমতি নামক ভানুমতির খেল দেখালেন !
একটি মরণপন, বজ্রকঠিন হরতাল থেকে নিজের সরকারকে বাচাতে পারলেও ভবিষ্যত আন্দোলন থেকে রেহাই মিলবেনা।
এতে মহাসমাবেশের কার্যক্রম সংক্ষিপ্ত হয়েছে বটে। কিন্তুু যুগের শ্রেষ্ঠ রাহবার পীর সাহেব চরমোনাইর পথচলা কিন্তুু সংক্ষিপ্ত হবেনা মরণতক। খুব করে চেয়েছিলেন। লালিত পেটুয়া বাহিনী লেলিয়ে, বন্দুক-কামানের ভয়
দেখিয়ে ঢাকামুখী তৌহিদী জনতার স্রোত ঠেকিয়ে দিতে। কিন্তুু হলোটা কি?
দেশের জনগন অবাক হয়ে দেখলেন। আর রণসাজে সজ্জিত আপনার বন্দুক- বাহিনীও বিষম খেলেন !
নিজের হালাল রুজির পকেটের টাকা ভেঙ্গে, সময় ব্যায় করে, জীবনের মায়া ত্যাগ করে, শহিদী তামান্না বুকেপিঠে নিয়ে .....
প্রেসক্লাব চত্বর দিবেননা !
কথায় আছে "আল্লাহর মাইর দুনিয়ার বাইর "। এক দুই, শত, হাজার, লাখো লাখো, নবীর(স আশেকের আল্লাহু আকবারের ধ্বনির সামনে ঐ
পেটুয়া বাহিনীতো ভেসে যাওয়ার যোগাড়। আপনার গোয়েন্দাবাহিনী ও চমকিত! প্রেসক্লাব, শেগুনবাগিচা, বিজয়নগর, কাকরাইল, নাইটিংগেল, ফকিরাপুল, গোলাপশাহ, গোলিস্থান, পল্টন,মতিঝিল, বায়তুল মুকাররমসহ দু' চোখ যেদিকে যায়। সফেদ শোভ্রধারিদের সীসাঢালা প্রাচীর !
এক সপ্তাহের ঘোষনা, আর শত
প্রতিবন্ধকতায় পীর সহেব চরমোনাই যে নমুনা দেখালেন।
এতে আপনি
অন্য দরবারি আলেমদের
মতো পীর সাহেবকে এক পাল্লায়
মাপতে চাইলে ভুল করবেন। মহা ভুল।
আপনার বিপদসংকেত বেজে উঠার
আগেই, নাস্তিকদের বিহিত করুন।
অন্যথায় তারা আবারো আসবেন। আপনার গদি উল্টাতে।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
সত্যের পথে আরিফ বলেছেন: সেকুলার না হীজড়া? কিভাবে ধর্মনিরপক্ষ একজন মুসলমান হয়? যে সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দেয়না/মানেনা সে যেমন জারজ সন্তান যে মুসলমান দাবি করে ধর্মকে মানেনা/শিকার করেনা সে তেমন জারজ মুসলমান!
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
দেশী ম্যান বলেছেন: শুনো ছাগইল্ল্যা জামাতী, আমরা মুসলমান। কিন্তু আমাদের আরো একটা পরিচয় আছে, আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশী। আমরা সৌদি কুকুর না, যারা মানুষকে মানুষ মনে করে না। তোমাদের মাথায় আল্লাহ আসলেই গোবর দিছে। তোরা আসলে ধর্ম ব্যবসায়ী। তোরা হিজরা। পুলিশের লাঠি থেকে লাখ লাখ লোক যখন দৌর মারে তারা কি? আমি মুসলমান, কিন্তু দেশটা ধর্ম নিরপেক্ষ... বুঝলি ছাগাইল্ল্যা জামাতী? দেশের কোন ধর্ম থাকবে না, দেশ কোন ধর্মের আইনে চলবে না, এটাই সেকুলারিজম। একটু পড়াশোনা কর শালা মূর্খ।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
দেশী ম্যান বলেছেন: তোরা এই সরকারের আন্ডা করবা, তোমাদের মতো পাকিস্থানি মনোভাবের ছাগুদের সাহস কতদূর তা মতিঝিলে তোমাদের দৌর দেখেই সবাই বুঝেছে। ভিতুর দল। তোরা পাকিস্থান চলে যা, এই দেশ তোদের জন্য না। আমরা সেকুলার আর তোরা জঙ্গি।