নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশে মোট দল আছে তিনটি।

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

"২০ দল"(বিএনপি),
"১৪ দল"(আওয়ামিলীগ)
আরেকটা হচ্ছে "১ দল
"(ইসলামী আন্দোলন বাংলাদেশ)
শায়খুল_হাদিস_আল্লামা_মুফতি_সৈয়দ_মুহাম্মদ ফয়জুল করিম (দাঃবাঃ)
এখন বাংলাদেশে এই (২০+১৪)দল =৩৪ দলের রাজনীতি চলছে ইসলামকে ধ্বংস করার
রাজনীতি( দুটই আব্রাহাম লিংকনের কুপরী গনতন্ত্র চালিত! উভই সমস্ত ক্ষমতার উৎস জনগন কে মনে করে! সেকুল্যার, ধর্মনিরপক্ষ তথা হিজড়া মতবাদে চলে!) আর সাহাবাদের নমুনায়
ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, নিজেদের
স্বার্থের কথা চিন্তা না করে হকের
ঝান্ডা নিয়ে একাই ময়দানে বিচরন
করছে একটি মাত্র দল, আর
সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তাই আসুন কুফুরী গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বাদ
দিয়ে, নারী নেতৃত্বের অবসান ঘটিয়ে শুধুমাত্র
ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষে দেশের
সর্বস্তরের মানুষের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ
দিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ
মিলিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাই।
____________মধ্যপ্রাচ্য সফরের ধারাবাহিকতায়
কাতারে গত ১০ ডিসেম্বর
ওলামা সমাবেশে শাইখুল হাদিস মুফতী সৈয়দ
মুহাম্মাদ ফয়জুল করীম (দাঃবা).

আচ্ছা বলুনতো যারা আল্লহর আইন মত ফয়সালা করেনা তাদের আল্লাহ্‌ কি বলে আখ্যায়িত করেছেন?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭

দেশী ম্যান বলেছেন: শুনো মামা সময় থাকতে এইসব আকাইম্মা চিন্তা বাদ দাও। দেশ এখন থেকে চালাবে আওয়ামী লীগ। বিএনপি থাকলে হয়তো তোমাদের ঘোরার ডিমের ১ দল কিছু করতে পারতো। আল্লাহর আইন হচ্ছে মানবতা, আমাদের শিখাইতে আসবা না। পাকিস্থানে তো খুব তোমাদের সিস্টেমে আইন চলে, দেখতেছো তো ফলাফলটা কি? নাকি কানা তোমরা? কিছুই করতে পারবা না, আওয়ামী লীগ চলবে ২০৪০ সাল পর্যন্ত! উন্নতির জন্য এক হাতে দেশ চালাতে হবে, এমন কাউকে চালাতে হবে যে ব্যবসা বাণিজ্য বুঝে, উন্নতি কি জিনিস বুঝে। তোমরা তো পারলে দেশটা হিজরা বানায় দিবা, পাকিস্তানের মতো। তোমাদের নেতারা সব ছাগল, আর তোমরা ছাগলের বাচ্চা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.