নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

রাসূল স: এর থেকে কি মজিব বড়? (নাউজুবিল্লাহ৷)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

৩ টাকার বিদ্যুত ১০
টাকা হয়েছে কিছু
বলিনি।
১৬ টাকার কেরাসিন ৮৪
টাকা হয়েছে কিছু বলিনি।
১২ টাকার চাউল ৫২
টাকা হয়েছে কিছু
বলিনি।
গুম, খুনের দেশে পরিনিত
হয়েছে দেশ,
কিছু বলিনি।
সন্ত্রাস,
চাদাবাজে পুরে গেছে দেশ,
চেয়ে আছি কিছু
বলবনা।
মা, বোনের ইজ্জত
নিয়ে চিনিমিনি তবুও
চুপ আমি।
প্রশ্নপত্র ফাসে দেশের
মেধা শূন্য
হচ্ছে তবুও কিছু
বলিনি।
ঘরে ঘরে চাকুরি দেওয়ার
কথা ছিল চাকুরি চাইনি ।
২৫০ টাকার গ্যাস
১০০০টাকা হচ্ছে তবুও
জবাব তুলিনি।
কিন্তু আজ থেমে থাকতে পারিনি।
লতিফ সিদ্দিকী যখন
রাসূলকে নিয়ে বাজে মন্তব্য
করলো তখন
ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন,
কাউকে কোন প্রতিবাদ
করতে দেখেনি৷
দেখেনি রাস্তায় নেমে লতিফ
সাহেবের ছবির মধ্যে আগুন দিতে,
দেখিনি লতিফ
সিদ্দিকীকে গ্রেফতার
করার আহবান জানাতে৷ কিন্তু যখনই
তারেক রহমান শেখ মজিব
সাহেবকে রাজাকার
বলে বাজে মন্তব্য
করলো তখনই দেখি আওয়ামীলীগের
ঘরে আগুনের পুলকিত জ্বলে উঠলো ৷
রাসূলের থেকে কি মজিব বড়?
(নাউজুবিল্লাহ৷)!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.