![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
৩ টাকার বিদ্যুত ১০
টাকা হয়েছে কিছু
বলিনি।
১৬ টাকার কেরাসিন ৮৪
টাকা হয়েছে কিছু বলিনি।
১২ টাকার চাউল ৫২
টাকা হয়েছে কিছু
বলিনি।
গুম, খুনের দেশে পরিনিত
হয়েছে দেশ,
কিছু বলিনি।
সন্ত্রাস,
চাদাবাজে পুরে গেছে দেশ,
চেয়ে আছি কিছু
বলবনা।
মা, বোনের ইজ্জত
নিয়ে চিনিমিনি তবুও
চুপ আমি।
প্রশ্নপত্র ফাসে দেশের
মেধা শূন্য
হচ্ছে তবুও কিছু
বলিনি।
ঘরে ঘরে চাকুরি দেওয়ার
কথা ছিল চাকুরি চাইনি ।
২৫০ টাকার গ্যাস
১০০০টাকা হচ্ছে তবুও
জবাব তুলিনি।
কিন্তু আজ থেমে থাকতে পারিনি।
লতিফ সিদ্দিকী যখন
রাসূলকে নিয়ে বাজে মন্তব্য
করলো তখন
ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন,
কাউকে কোন প্রতিবাদ
করতে দেখেনি৷
দেখেনি রাস্তায় নেমে লতিফ
সাহেবের ছবির মধ্যে আগুন দিতে,
দেখিনি লতিফ
সিদ্দিকীকে গ্রেফতার
করার আহবান জানাতে৷ কিন্তু যখনই
তারেক রহমান শেখ মজিব
সাহেবকে রাজাকার
বলে বাজে মন্তব্য
করলো তখনই দেখি আওয়ামীলীগের
ঘরে আগুনের পুলকিত জ্বলে উঠলো ৷
রাসূলের থেকে কি মজিব বড়?
(নাউজুবিল্লাহ৷)!!!
©somewhere in net ltd.