![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
হে আল্লাহ আমরা সত্যি অনেক গৌরবিত। আমাদের এমন একজন জনদরদী গানদরদী দেশনেত্রী দান করছেন সেজন্য। যিনি শেষরাতে তাহাজ্জুত আদায় করেন আবার সকালে উঠে টিবি দেখতে দেখতে গান শুনার অনুরোধ করেন শিল্পির কাছে ! আমি কিন্তু যে কোন মুহুরতে আবেগে কাইন্দালামু!
সকালে চ্যানেল আই তে সংগীত শিল্পী রেদওয়ানা চৌধুরি বন্যার জম্মদিন উপলক্ষে (গানে গানে সকাল শুরু) লাইভ স্রোতাদের অনুরোধের গান ও জম্মদিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা চ্যানেল আইতে ফোন করে পচন্দের গানের জন্য অনুরোধ ও শিল্পীকে জম্মদিনের শুভেচ্ছা জানায়। একজন নেত্রী সাধারন মানুষের মতো টিভি দেখে এবং টিভিতে গানের জন্য অনুরোধ করে তাও সাঝ সকালে অবিশ্বাস্য! অবাক হচ্ছি আমাদের আমিরুল মুমিনিনা হযরতে শেখ হাসিনার এমন মাদুরজতা দেখে! আসলে তিনি অসাধারন।
জয় বাংলা
জয় মানসক্নন্যা
জয়তু শেখ হাসিনা
©somewhere in net ltd.