![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
৪নং মাঠে যায়গা পাইনি! ৬২ জনের মিরসরাই কাপেলা নিয়ে ৪নং মাঠের এক কোনায় এক পুকুর পাড়ের নিছে ছিলাম। স্বাভাবিকভাবে যেটা হয় এমন জংলা যায়গা, জমা পানি, সেঁতসেঁতে ভুমি...! কিন্তু আলহামদুলিল্লাহ্ একটা মোশা কেউ দেখেনি, একটা মাছি কাওকে ভিরক্ত করেনাই, এত হাডগোড়/অবশিষ্ট পড়েছিল কিন্তু একট কাক বা কুত্তা কেউ দেখছে বলে মনে হয়নি!
আলহামদুলিল্লাহ্ কোন সাথি ভাইকে বলতে হয়নাই দাড়ি রাখ, সবাই নিজের থেকে অভিমত ব্যাক্ত করছে প্রমানের মুসলমানিত্যের!
কাফেলায় অনেক আরামপ্রিয়, দামি বাড়ি/গাড়ির লোক ছিল। আল্লাহুয়াকবার জাহাজে,থাকা,খাওয়ায়,বিচানায়,পায়খানায় এত কষ্ট করার পরেও কারো মুখে ক্লান্তির চাপ নেই! কেও পাতিল মাজতেছে, কেও মাথায় করে বড় বড় পাতিল/পানির ড্রাম টানতেছে, কেউ রানতেছে আবার বয়ানের সময় অঝোরে কানতেছে!!
কি আছে এই চরমনাই তে? ওলামায়ে কেরামও এখানে এসে তাদের আবেগে ভাষিয়ে যায় এই ময়দানকে! গতবারের ইমরান কাসেমী হুজুরের বয়ানটা মনে আছে!
এটা কোর্যানের ময়দান। এটা সুন্নাতের মজলিস। এটা আল্লাহওয়ালাদের মজলিস। আল্লাহর জিকির এর মজলিস।
আল্লাহ তাই হেদায়েতের নুর এই ময়দানে দান করেন।
তাই সবার কাছে হাতজোড় করে অনুরোধ করছি;- আসুন শুধু বিরুধীতার খাতিরে বিরুধীতা না করে এই হক কাফেলায় শরিক হই? ভালোকরে জানি, বুজি, দ্বিনের আলো খুজি?
©somewhere in net ltd.