![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
এলাকায় বিয়েতে 'গায়ে হলুদ' অনুষ্ঠানের নামে লেংডিনাচ-গানের প্রতিবাদ করার প্রেক্ষিতে 'ঈমামের' চাকরী ছাড়ছেন চরচরৎ, উত্তরপাড়া জামে মসজিদের ঈমাম- মাওলানা আবদুল হাই আল আযাদ।
জানলাম এলাকার এসব বেহায়াপনার বিরুদ্ধে দির্ঘদিন যাবত তিব্র প্রতিবাদ করে আসছেন ইসলামী আন্দোলান বাংলাদেশ মিরসরাই থানা শাখার সম্মানীত প্রচার সম্পাদক এই ও অত্র মসজিদের ঈমাম, এলাকার জনপ্রিয় ব্যাক্তিত্য মাওলানা আবদুল হাই আল আযাদ।
কিন্ত অনেকা বুজানোর পরেও আশানরুপ ফল নাআসায় ও হযরত প্রতিবাদ সরুপ উক্ত সিদ্ধান্ত নেন।
আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত মসজিদের সম্মানীত ঈমামগনকে হকের উপর অটল থেকে, সত্য দিন ইসলামের সঠিক প্রয়োগমুখী প্রদক্ষেপ গ্রহন করার তওফিক দিন। আমিন।
©somewhere in net ltd.