নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

দরকার হলে রিক্সা চালাই খাব, তবু মসজিদের মিম্বারে বসে সত্যকথাটা বলতে দ্বিদাভোধ করবনা!

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬

এলাকায় বিয়েতে 'গায়ে হলুদ' অনুষ্ঠানের নামে লেংডিনাচ-গানের প্রতিবাদ করার প্রেক্ষিতে 'ঈমামের' চাকরী ছাড়ছেন চরচরৎ, উত্তরপাড়া জামে মসজিদের ঈমাম- মাওলানা আবদুল হাই আল আযাদ।

জানলাম এলাকার এসব বেহায়াপনার বিরুদ্ধে দির্ঘদিন যাবত তিব্র প্রতিবাদ করে আসছেন ইসলামী আন্দোলান বাংলাদেশ মিরসরাই থানা শাখার সম্মানীত প্রচার সম্পাদক এই ও অত্র মসজিদের ঈমাম, এলাকার জনপ্রিয় ব্যাক্তিত্য মাওলানা আবদুল হাই আল আযাদ।
কিন্ত অনেকা বুজানোর পরেও আশানরুপ ফল নাআসায় ও হযরত প্রতিবাদ সরুপ উক্ত সিদ্ধান্ত নেন।
আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত মসজিদের সম্মানীত ঈমামগনকে হকের উপর অটল থেকে, সত্য দিন ইসলামের সঠিক প্রয়োগমুখী প্রদক্ষেপ গ্রহন করার তওফিক দিন। আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.