![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
কাঁচা বাজারের সব্জি বিক্রেতা ছেলেটি দুপুরের অলস্যতায়...হাতে একটা গতকালকের পুরনো পত্রিকা। পাশের হোটেলের পার্সেল (বাজারে চা/সিঙ্গারা দিয়ে যাওয়া) কিশোর মানিক পত্রিকার শিরোনামের ছবিটির দিকে তাকিয়ে:- মালগুটা জটিল তো!!!
আমাকে দেখে দোকানি ছেলেটা লজ্জা ফেলেও মানিক পেয়েছে কিনা জানিনা। সে স্বাভাবিক ভাবেই তার এদোকান ঐদোকান চায়ের কাপ উাঠাতে দিতে চলেগেলো।(দাড়ি ওয়ালা দেখে ভয় অবশ্য একটু পাইছিল মনে হয়)
ভি চিহ্ন নিয়ে কিছু বলবনা! বলবনা কামরুজ্জামানের ঠুন্ডা হিছা মার্কা দাড়ি(কদমফুল/মউদুদি মার্কা) নিয়ে। জালিম সরকারের হাতে সে মারাগেছে আল্লাহ তাকে মাগফেরাত ও নাজাত দান করুন। আমিন।
আমার চিন্তার বিষয় ভি চিহ্ন ওয়ালিদের পর্দার ধরন দেখে! তথাকথিত বাংলাদেশের সেরা ইসলামি দল নামদারীদের ইসলামের অবস্থা দেখে আমি সত্যি বিচলিত! মা।-বোন, স্ত্রি-কন্যার সুন্দর চেহারা কোটি মানুষকে দেখানোর, পর্দার বিধান কে বুইড়া আঙুল দেখানোই কি ওদের ইসলাম?
জাতী জানতে চায় গোলাফি আফার সাথে ঘেসাঘেসি/ইফতার নাহয় হেকমত বুজেনিলাম। ইসলামী লিডারের পরিবারের মহিলাগো টোকাইয়ের মুখে "মাল" বানানো কোন হেকমত?
এইসব সুবিদাবাদি, আলেম নামদারী, ধর্মব্যাবসয়ী থেকে জাতী কে সাবধান হতে হবে। সত্যিকারের ইসলাম ও ইসলামী চেতনা, আদর্শে আদর্শিক হবার ফিকির করতে হবে জাতীকে। সমাজ থেকে নাসতিক/মুরতাদ ও তাদের দোষরদের যেমন হটাতে হবে, তেমনি ইসলামের নামদিয়ে যারা আমাদের মউদুদি/শিয়া আকিদার অগ্রপথিক বানাচ্ছে তাদের প্রতিহত করতে হবে।
©somewhere in net ltd.