![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
পৃথিবীর বুকে মুসলিম হয়ে বেঁচে থাকাটাই বড় অপরাধ....
×মুসলিমরা সাগরে না খেয়ে মরবে,
×পাহাড়ে লুকিয়ে মরবে,
×মরুভূমিতে পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মরবে,
×পানির তৃষ্ণা মিটাতে প্রস্রাব পান করবে, ×বুলেটের আঘাতে মরবে,
×কারাগারে মরবে,
×তারা ঘরে বাইরে যেখানে যাবে সেখানেই মরবে।
×তাদের আহাজারি কেউ শুনবেনা,
তাদের পক্ষে কেউ কথা বলবেনা।
তাদের কোথাও কোন আশ্রয়, স্থান হবে না।
মৃত্যুর মুখে টেলে দেওয়াই হবে তাদের সাথে সঠিক আচরণ।
কারণ তারা মুসলমান!
তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই।
সম্ভবত মুসলমান এটি কোন ভয়ানক হিংস্র জানোয়ারের নাম!!
বন্ধু! আপনি বিশ্বাস করুন আর নাই করুন এটিই বাস্তব এবং চিরন্তন সত্য।
©somewhere in net ltd.